রাজ্য বিভাগে ফিরে যান

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, ১০ হাজার রেশন ডিলারকে নিয়ে কাল থেকে শুরু ‘দুয়ারে রেশন’

November 15, 2021 | < 1 min read

ভোট প্রচারে বেরিয়ে রাজ্যবাসীকে ‘দুয়ারে রেশন’ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই নির্বাচনী প্রতিশ্রুতি ইতিমধ্যেই পূরণের পথে। পূর্ব ঘোষণা মতোই আগামী কাল থেকে চালু হয়ে যাচ্ছে দুয়ারে রেশন। ইতিমধ্যেই খাদ্য ও বন্টন বিভাগ এই বিষয়ে বিস্তারিত কাজ শুরু করে দিয়েছে। যদিও দুয়ারে রেশন নিয়ে আপত্তি ছিল ডিলারদের একাংশের। বারবার তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালত তাঁদের আবেদন নাকচ করে দিয়েছে। শেষমেষ রাজ্যে চালু হবে এই প্রকল্প।

রাজ্য সকলকেই দুয়ারেই রেশন দিতে আগ্রহী। তবে ভৌগোলিক কারণে তা চালু করা হবে না পাহাড়ের দুই জেলায়। সুন্দরবনের ব-দ্বীপের একাংশেও তৈরি হয়েছে অসুবিধা। তবে যেখানেই পণ্য সরবরাহ করা হোক না কেন, পণ্য মেপে, ই-পাস মেশিনে নথিভুক্ত করে তবেই তা দেওয়া হবে গ্রাহকদের। খাদ্য দপ্তরের কথায়, আগে শুরু হোক প্রকল্প। তার পরেই বোঝা যাবে সমস্যা কোথায় হচ্ছে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, ‘মাঠে নেমে আগে কাজ শুরু হোক। তারপরেই তো কোথায় কোথায় সমস্যা হচ্ছে তা বোঝা যাবে। শুধু সমস্যাই দেখতে গেলে কোনও কাজ হবে না।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #ration dealers, #duare ration, #West Bengal

আরো দেখুন