কলকাতা বিভাগে ফিরে যান

এবার হোয়াটসঅ্যাপে সমস্যা সমাধানে উদ্যোগ নিল তৃণমূল

November 15, 2021 | < 1 min read

হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবার সমস্যা সমাধানের উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস। ডায়মন্ডহারবার ২ নম্বর ব্লকে চালু হয়েছে ‘এক ক্লিকেই সমাধান’ নামে নতুন প্রকল্প।

মূলত স্থানীয়দের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে একটি হোয়াটসঅ্যাপ নম্বর। সেই নম্বরে নিজেদের সমস্যার কথা জানালে দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। নম্বরটি হল ৯৬৪১৮৫০২৪৬। স্বাস্থ্যসাথী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ বিভিন্ন জনমুখী প্রকল্পের বিষয়ে আমজনতাকে অবগত করাতে ডায়মন্ডহারবার-২ ব্লকের বিভিন্ন এলাকায় দলীয় পর্যবেক্ষক শামিম আহমেদের নেতৃত্বে শুরু হয়েছে পাড়ায় পাড়ায় প্রচার। স্থানীয়দের হাতে হাতে হোয়াটসঅ্যাপ নম্বর পৌঁছে দিয়েছেন তৃণমূল কর্মীরা।

এই নম্বরের মাধ্যমে যোগাযোগ করলেই ছোট সমস্যাগুলি দ্রুত সমাধান করা হবে। বড় কোন‌ও সমস্যা থাকলে তাও লিপিবদ্ধ করে নেওয়া হবে। ইতিমধ্যেই ‘এক ক্লিকেই সমাধান’ প্রকল্প প্রচার শুরু হয়েছে ডায়মন্ডহারবার ২ নম্বর ব্লকের পাতড়া অঞ্চলের পশ্চিম দুর্গাপুর, পূর্ব ভবানীপুর, দাঁড়পাপাড়া, মরিগাছি, জয়রামপুর, বাগদা, মোল্লাপুখারিয়া সহ বিভিন্ন এলাকায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Whatsapp, #Trinamool Congress

আরো দেখুন