খেলা বিভাগে ফিরে যান

২০৩১ পর্যন্ত আইসিসির তিনটি বড় প্রতিযোগিতার আয়োজক ভারত, দেখুন আইসিসির ক্রীড়াসূচি

November 16, 2021 | < 1 min read

২০২৪ সাল থেকে ২০৩১ অবধি আইসিসি প্রতিযোগিতা কোথায়, কোথায় হবে জানাল তারা। সেই আট বছরের মধ্যে আইসিসি-র তিনটি বড় প্রতিযোগিতার আয়োজক ভারত। সেই আটটি প্রতিযোগিতা কোন দেশে হবে তা মঙ্গলবার জানিয়েছে আইসিসি।

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। পরের বছর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেটি হবে পাকিস্তানে। ২০২৬ সালে রয়েছে টি২০ বিশ্বকাপ। ভারত এবং শ্রীলঙ্কা মিলিত ভাবে আয়োজন করবে এই প্রতিযোগিতা। ২০২৭ সালে হবে এক দিনের বিশ্বকাপ। সেই প্রতিযোগিতা হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবোয়ের মাঠে।

২০২৮ সালে রয়েছে টি২০ বিশ্বকাপ। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে হবে সেই প্রতিযোগিতা। পরের বছর হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতে হবে সেই প্রতিযোগিতা। ২০৩০ সালে রয়েছে টি২০ বিশ্বকাপ। ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে হবে সেই প্রতিযোগিতা।

২০৩১ সালে এক দিনের বিশ্বকাপ হবে ভারতে। বাংলাদেশের সঙ্গে যৌথ ভাবে সেই প্রতিযোগিতা আয়োজন করবে ভারত।

২০২৪ সাল থেকে আট বছরের মধ্যে আটটি প্রতিযোগিতা আয়োজন করবে আইসিসি। তার মধ্যে তিনটি হবে ভারতে।

TwitterFacebookWhatsAppEmailShare

#BCCI, #Icc tournament, #India, #Cricket

আরো দেখুন