রাজ্য বিভাগে ফিরে যান

সুখবর! বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনা জয় করে বাড়ি ফিরেছেন ৮৩০ জন

November 17, 2021 | < 1 min read

সদ্যই খুলেছে স্কুল। বহুদিন পর ফের বন্ধুদের পাশে বসে ক্লাস করছে পড়ুয়ারা। এই পরিস্থিতিতেই নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। একদিনে রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৮৬২ জন। যা আগের দিনের তুলনায় বেশ খানিকটা বেশি। তবে কমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ৮ জন। পজিটিভিটি রেট ১.৯৭ শতাংশ। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। 

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ২৩৮ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় সামান্য হলেও বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১২২ জন। আগেরদিন সংক্রমণ ছিল এর তুলনায় খানিকটা বেশি।

দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৭৯ জন করে। চতুর্থ স্থানে হাওড়া। সেখানে একদিনে সংক্রমিত ৬৭ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,০৬, ৬৫৬।

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৮ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ৩ জন। যা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,৩৪১ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮৩০ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৭৯, ২৬৪। একদিনে করোনা পরীক্ষা হয়েছে ৪৩,৮৫০ জনের। এখন পর্যন্ত করোনা পরীক্ষা করা হয়েছে ১,৯৮,৪৪, ৬৬১ জন রাজ্যবাসীর। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #covid 19, #Corona Update, #Covid Update

আরো দেখুন