খেলা বিভাগে ফিরে যান

উত্তেজনা ভরা টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারাল ভারত

November 17, 2021 | 2 min read

টি-২০ বিশ্বকাপে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি টিম ইন্ডিয়া। কিউয়িদের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ দিয়েই ভারতীয় ক্রিকেটে শুরু হল রোহিত-রাহুল জমানা। আজ টস জিতে ভারতের নতুন টি-২০ ক্যাপ্টেন রোহিত শর্মা প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডকে।

ব্যাট করতে নেমেই প্রথম ওভারে উইকেট হারায় কিউইরা। ১৩.২ ওভারে মার্ক চাপম্যানকে বোল্ড করেন রবিচন্দ্রন অশ্বিন। ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫০ বলে ৬৩ রান করে সাজঘরে ফেরেন চাপম্যান। নিউজিল্যান্ড ১১০ রানে ২ উইকেট হারায়। ১৭.২ ওভারে দীপক চাহারের বলে শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়েন মার্টিন গাপ্তিল। ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৭০ রান করে মাঠ ছাড়েন কিউয়ি ওপেনার। নিউজিল্যান্ড ১৫০ রানে ৪ উইকেট হারায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৬৪-৬ তুযে ফেলে নিউজিল্যান্ড।

জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৬৫ রান। ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। ষষ্ঠ ওভারে আউট হন লোকেশ রাহুলকে। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ১৫ রান করে চাপম্যানের হাতে ধরা পড়েন রাহুল। ভারত ৫০ রানে ১ উইকেট হারায়।

এরপর ১২ ওভারে ভারত ১ উইকেট হারিয়ে দলগত ১০০ রান টপকে যায়। রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব এগিয়ে নিয়ে যান ভারতকে। ১৩.২ ওভারে ট্রেন্ট বোল্টের বলে রাচিন রবীন্দ্রর হাতে ধরা পড়েন রোহিত শর্মা। তিনি নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৪৮ রান করে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক। ভারত ১০৯ রানে ২ উইকেট হারায়।

১৪.১ ওভারে লকি ফার্গুসনের বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যকুমার যাদব। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৪ বলে অর্ধশতরানের গণ্ডি টপকে যান তিনি। বোল্টের বলে ৪০ বলে ৬২ করে আউট হন সূর্যকুমার। ১৪৪ রানে ৩তৃতীয় উইকেট হারায় ভারত।

এরপর ঋষভ পন্ত এবং শ্রেয়স আইয়ার ক্রিজে থেকে লড়াই চালিয়ে যান। ৫ রানে আউট হন শ্রেয়স, ভারত তখন ১৫৫/৪। শেষ ওভারে তখন জয়ের জন্য ১০ রান বাকি। ক্রিজে আসেন ভেঙ্কটেশ। আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম বলে ৪ মারেন তিনি। পরের বলে আউট হন তিনি। ব্যাট করতে আসেন অক্ষর প্যাটেল। শেষ ওভারের চতুর্থ বলে ৪ মেরে ভারতকে জয় এনে দেন পন্থ। ৫ উইকেট ম্যাচ যেতে ভারত।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Cricket, #New Zealand

আরো দেখুন