সুরাপ্রেমীদের জন্য সুখবর, বাংলায় কমল মদের দাম – নতুন দাম জেনে নিন
November 17, 2021 | < 1min read
সুখবরটা আগেই এসেছিল। এবার পাকাপাকিভাবে সিলমোহর পড়ে গেল। পূর্ব ঘোষণামতোই মঙ্গলবার থেকে ভারতে তৈরি বিলিতি মদের দাম কমল। কোন মদের কত দাম হবে তারও একটি নতুন তালিকা প্রকাশও করেছে রাজ্য আবগারি দপ্তর। আগামী মাসেই বড়দিন। তার পর ইংরেজি নববর্ষের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। উৎসবের ধামাকা শুরুর আগে বিলিতি মদের দাম কমায় পোয়া বারো সুরাপ্রেমীদের।
আবগারি দপ্তর যে তালিকা প্রকাশ করেছে তাতে দাম কমেছে রাম, হুইস্কি এবং বিয়ার— সব কিছুরই।
এখন দেখে নেওয়া যাক জনপ্রিয় কয়েকটি ব্র্যান্ডের মদের দাম কমে কত হল-
ডিএসপি ব্ল্যাক হুইস্কির দাম সবচেয়ে কম হচ্ছে। ৯০ মিলি বোতলের দাম করা হল ৯০ টাকা।
রয়্যাল স্টাগ ৭৫০মিলি বোতলের দাম করা হয়েছে ৭১০ টাকা।
ব্লেনডার্স প্রাইড ৭৫০মিলি বোতলের দাম করা হয়েছে ৯২০ টাকা।
স্টারলিং রিসার্ভ বি৭-এর ৭৫০মিলি বোতলের দাম করা হয়েছে ৬৬০ টাকা।