রাজ্য বিভাগে ফিরে যান

সুরাপ্রেমীদের জন্য সুখবর, বাংলায় কমল মদের দাম – নতুন দাম জেনে নিন

November 17, 2021 | < 1 min read

সুখবরটা আগেই এসেছিল। এবার পাকাপাকিভাবে সিলমোহর পড়ে গেল। পূর্ব ঘোষণামতোই মঙ্গলবার থেকে ভারতে তৈরি বিলিতি মদের দাম কমল। কোন মদের কত দাম হবে তারও একটি নতুন তালিকা প্রকাশও করেছে রাজ্য আবগারি দপ্তর। আগামী মাসেই বড়দিন। তার পর ইংরেজি নববর্ষের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। উৎসবের ধামাকা শুরুর আগে বিলিতি মদের দাম কমায় পোয়া বারো সুরাপ্রেমীদের।

আবগারি দপ্তর যে তালিকা প্রকাশ করেছে তাতে দাম কমেছে রাম, হুইস্কি এবং বিয়ার— সব কিছুরই।

এখন দেখে নেওয়া যাক জনপ্রিয় কয়েকটি ব্র্যান্ডের মদের দাম কমে কত হল-

  • ডিএসপি ব্ল্যাক হুইস্কির দাম সবচেয়ে কম হচ্ছে। ৯০ মিলি বোতলের দাম করা হল ৯০ টাকা।
  • রয়্যাল স্টাগ ৭৫০মিলি বোতলের দাম করা হয়েছে ৭১০ টাকা।
  • ব্লেনডার্স প্রাইড ৭৫০মিলি বোতলের দাম করা হয়েছে ৯২০ টাকা।
  • স্টারলিং রিসার্ভ বি৭-এর ৭৫০মিলি বোতলের দাম করা হয়েছে ৬৬০ টাকা।
  • ম্যাকডোয়েল নম্বর ওয়ান প্রিমিয়াম হুইস্কির ৭৫০মিলি বোতলের দাম হয়েছে ৬২০ টাকা।
  • ম্যাকডোয়েল নম্বর ওয়ান সুপিরিয়র হুইস্কির ৭৫০মিলি বোতলের দাম ৫৯০ টাকা।
  • অফিসার্স চয়েস ডিলাক্সের দাম হল ৫০০ টাকা।
  • ইম্পেরিয়াল ব্লু ক্লাসিক গ্রেইন হুইস্কির নতুন দাম হল ৫৯০ টাকা।
  • ওল্ড মঙ্ক ও ম্যাকডোয়েল নম্বর ১ সেলিব্রেশন রামের ৭৫০মিলি বোতলের দাম হল ৫৪০ টাকা।

অপরদিকে বিয়ারের দামও কমেছে।

  • ৬৫০ মিলি বাডওয়েইজার ম্যাগনামের নতুন দাম হল ১৪৫ টাকা।
  • ৬৫০ মিলি কার্লসবার্গ স্মুথ প্রিমিয়ামের নতুন দাম হল ১২০ টাকা।
  • ৬৫০ মিলি হেওয়ার্ডস ৫০০০ এর নতুন দাম হল ১২০ টাকা।
  • ৬৫০ মিলি কিংফিশার স্ট্রং প্রিমিয়ামের নতুন দাম হল ১২০ টাকা।
  • ৬৫০ মিলি টিউবর্গ ক্লাসিকের নতুন দাম হল ১৩৫ টাকা।
TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #liquor

আরো দেখুন