কলকাতা বিভাগে ফিরে যান

সিটি অ্যাজ মিউজিয়াম: কলকাতাকে নতুন করে চেনার উৎসব

November 18, 2021 | < 1 min read

বিশ্ব ঐতিহ্য সপ্তাহ উপলক্ষ্যে কলকাতায় ১০ দিন ব্যাপি পালন করা হবে শিল্প ও ঐতিহ্য উৎসব। উৎসবটির নাম দেওয়া হয়েছে ‘সিটি অ্যাজ মিউজিয়াম’।

১৯ নভেম্বর শুরু হচ্ছে এই উৎসব। কলকাতাকে দেখা যাবে এক নতুন আঙ্গিকে। জানা যাবে কলকাতার অনেক জানা- অজানা গল্প। দেখানো হবে কলকাতার মোট ৮ টি ঐতিহাসিক স্থান। থাকবে হেরিটেজ ওয়াক, ইতিহাস নিয়ে আলোচনা। দেখা যাবে অবন ঠাকুরের বাগান বাড়ি, গঙ্গায় ফেরি ভ্রমণ, শোনা যাবে শ্রীকান্ত আচার্যের গান। আবার নতুন করে চেনা যাবে ‘ইন্ডিয়ান মিউজিয়াম’- কে।

মূলত কলকাতার ইতিহাস এবং ঐতিহ্যের সাথে মানুষের নতুন করে পরিচয় করানোই এই উৎসবের মূল উদ্দেশ্য। এছাড়াও তুলে ধরা হবে দেশী- বিদেশী শিল্পীদের কাজ।

TwitterFacebookWhatsAppEmailShare

#‬ ‪‎Kolkata, #Siti As Museum

আরো দেখুন