হাওড়ায় আসতে চলেছে বিনিয়োগ, ১ লক্ষ ১৬ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘হাওড়ায় একাধিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হবে। আগামী দুই বছরে সম্ভাব্য বিনিয়োগ আসতে চলেছে ১০ হাজার ৪৮০ কোটি টাকা। কর্মসংস্থান হবে ১ লাখ ১৬ হাজার মানুষের। ‘ অর্থাৎ হাওড়াতে শিল্পে বিনিয়োগের ফলে রাজ্যে বিপুল কর্মসংস্থান হতে চলেছে, ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জমি নিয়ে যাতে শিল্পপতিদের কোনও সমস্যায় না পড়তে হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে।’ এদিন জেলায় ৬০টি সুসস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে হাওড়ায় ২২৩টি সুস্বাস্থ্য কেন্দ্র চালু করার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে।
এই জন্য বরাদ্দ করা হয়েছে ১৪ কোটি ৩৪ লাখ টাকা। বর্তমানে হাওড়াতে সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে ৪৪৮টি।এদিকে হাওড়াতে প্রাইমারি এগ্রিকালচার কোঅপারেটিভ সোসাইটিতে কাস্টমার সার্ভিস পয়েন্ট চালু করা হচ্ছে। ১৬২ টি উদ্যোগে আগামী ২ বছরে বিনিয়োগ আসতে চলেছে ২হাজার ৬ ৫৩ কোটি টাকা। হাওড়াতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হওয়ার দরুন বহু মানুষ কাজ পাবে বলে আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী ৫ বছরের মধ্যে হাওড়া শিল্প পার্কের কাজ শেষ হবে। এদিন ভূমি দপ্তরের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পপতিদের জমি পেতে যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে নজর দিতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন তিনি জানান, ৩০ নভেম্বরের মধ্যে চালু হবে বাংলা ডেয়ারি। যেখানে পাওয়া যাবে ঘি, পেঁড়া এবং লস্যি। কোনা হাইওয়েতে যাতে যানজট কমে সেবিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি এদিন তিনি জানান, ৩০ নভেম্বরের মধ্যে চালু হবে বাংলা ডেয়ারি। যেখানে পাওয়া যাবে ঘি, পেঁড়া এবং লস্যি। কোনা হাইওয়েতে যাতে যানজট কমে সে বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া মৎস্যজীবীদের জন্য ক্রেডিট কার্ড চালু হবে বলে জানান তিনি। পাশাপাশি তিনি আরও বলেন, ‘১০০ দিনের কাজের টাকা যাতে সকলে পান সেদিকে নজর দিতে হবে।’ এদিন শিল্পপতিদের রাজ্য শিল্প সম্মেলনের জন্য আমন্ত্রণ জানান তিনি।