আজ বেলুড়ে যোগ-ন্যাচারোপ্যাথি মেডিক্যাল কলেজ উদ্বোধন করবেন মমতা
আজ, বৃহস্পতিবার রাজ্যে চালু হচ্ছে বাংলা তথা পূর্ব ভারতের প্রথম সরকারি যোগ ও ন্যাচারোপ্যাথি মেডিক্যাল কলেজে। হাওড়ার বেলুড়ে আজই খুলে যাচ্ছে কলেজটির আউটডোর। ২০১৯ সালের ২ মার্চ ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় কলেজটির। আউটডোর খুলছে একজন প্রশিক্ষিত যোগ চিকিৎসক তথা বিএনওয়াইএস ডিগ্রিধারী চিকিৎসক এবং তিনজন প্রশিক্ষিত যোগ ট্রেনার নিয়ে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনলাইনে মেডিক্যাল কলেজটির উদ্বোধন করবেন।
সূত্রের খবর, বেলুড় স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে ১৭ বিঘা জমিতে গড়া হয়েছে কলেজটি। তৈরির কাজ প্রায় ৭০ শতাংশ সম্পূর্ণ। জমিতে কলেজ ও হাসপাতাল বাড়ি ছাড়াও ছাত্র ও ছাত্রীদের একটি করে হস্টেল থাকছে। থাকছে একটি অফিস বাড়িও। কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথির নিয়ম অনুযায়ী এখানে থাকছে ‘ধ্যানের ঘর’ও। পুরো প্রকল্পটির সিংহভাগ অর্থ দিচ্ছে রাজ্য সরকার। কিছুটা মিলছে কেন্দ্রের কাছ থেকে। মোট প্রকল্প খরচ ৬৭ কোটি টাকা। ন’কোটি দিচ্ছে কেন্দ্র। বাকি ৫৮ কোটি টাকাই রাজ্যের। পঠনপাঠনের জন্য অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক প্রভৃতি পদে নিয়োগের জন্য সরকারিস্তরে সর্বোচ্চ মহলে ফাইল পাঠানো হয়েছে। বছরে চিকিৎসক-কর্মী সহ বিভিন্ন কাজে নিয়োগের জন্য সরকার সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ করবে বলে খবর। এ প্রসঙ্গে বুধবার রাজ্য যোগ ও ন্যাচারোপ্যাথি কাউন্সিলের সভাপতি তুষার শীল বলেন, সময়োচিত সিদ্ধান্ত নেওয়ায় রাজ্যকে ধন্যবাদ জানাই। আর যোগ ও ন্যাচারোপ্যাথিকে গুরুত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি অসীম কৃতজ্ঞতা রইল। সপ্তাহে ছ’দিন আউটডোর চলবে। আশা করছি, নতুন বছর থেকে কলেজে পঠনপাঠন চালু করা সম্ভব হবে। সূত্রের খবর, ইতিমধ্যেই সাড়ে পাঁচ বছরের যোগ ও ন্যাচারোপ্যাথি ডিগ্রির পাঠ্যক্রম রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেয়েছে। মডার্ন মেডিসিনের পাঠ্যক্রমের মতোই প্যাথোলজি, বায়োকেমিস্ট্রি, অ্যানাটমি ইত্যাদি পড়ানো হবে। পাশাপাশি যোগের দর্শন, ন্যাচারোপ্যাথির দর্শন ইত্যাদি বিষয়ও থাকবে। আপাতত ৫০ আসনের কলেজ হলেও ভবিষ্যতে তা বৃদ্ধি করে ১০০ আসন করার পরিকল্পনা রয়েছে। কলেজ এবং হাসপাতাল- দুই অংশেই ছাত্রছাত্রীদের পঠনপাঠনের জন্য বিশেষ গ্যালারি ও যোগ প্ল্যাটফর্ম করা হচ্ছে। কলেজ এবং হাসপাতাল মসৃণভাবে চলতে শুরু করলে সরকারের পরবর্তী লক্ষ্য উত্তরবঙ্গেও একটি যোগ-ন্যাচারোপ্যাথি মেডিক্যাল কলেজ তৈরি করা।