রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যে ৫০ লক্ষেরও বেশি মানুষের বাড়ি দিয়েছেন মমতা

November 19, 2021 | < 1 min read

গত ১০ বছরের রাজত্বকালে রাজ্যের ৫০ লক্ষেরও বেশি মানুষের মাথায় ছাদের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হাওড়ায় প্রশাসনিক বৈঠকে পঞ্চায়েত সচিব এম ভি রাও জানান, ২০১১ সাল থেকে রাজ্যে ৫০ লক্ষের বেশি বাড়ি তৈরি হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ৫৪ লক্ষ আবেদন জমা পড়েছে। মুখ্যমন্ত্রী বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে বাড়ি দেওয়া হবে। আর্থিকভাবে পিছিয়ে পড়া তফসিলি জাতি-উপজাতি, আদিবাসী সম্প্রদায়ের লোকজনকে বাড়ি বানিয়ে দেওয়া হবে। যার প্রয়োজন তাকেই দেওয়া হবে। অগ্রাধিকারের ভিত্তিতে তা দিতে হবে। দেখবেন, যেন কেউ টাকা না চায়। পঞ্চায়েত সমিতির সভাপতিদের মুখ্যমন্ত্রী বলেন, সঠিকভাবে টাকা খরচ করতে হবে। কোনও অভিযোগ যাতে না ওঠে।  

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Banglar Bari, #West Bengal

আরো দেখুন