দেশ বিভাগে ফিরে যান

তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা মোদীর

November 19, 2021 | 2 min read

অবশেষে ৩ কৃষি আইন ফিরিয়ে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। গুরুনানক জন্মজয়ন্তীতে এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনই তিনি ঘোষণা করেন তিন কৃষি আইন ফিরিয়ে নেওয়া হবে। চলতি মাসের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ হবে। প্রধানমন্ত্রী মোদী জানান, গুরুনানক জন্মজয়ন্তীতে সবাইকে জানাই শুভেচ্ছা। কাতারপুর করিডর ফের খুলে গিয়েছে। আমাদের সরকার দেশবাসীর জীবন আরও সহজ করার জন্য চেষ্টা চালাচ্ছে। দেশের ছোট কৃষকদের মুশকিল দূর করার জন্য আমরা বীজ, শষ্য, জমির উপর কাজ করছি। সরকার ভালো পরিমাণ বীজ সহ একাধিক সুবিধা কৃষকদের দিচ্ছে। এর জন্য কৃষিক্ষেত্রে বড় লাভ আসছে। বিমা ও পেনশনের সুবিধা দেওয়া হচ্ছে।

কৃষকদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের কৃষি বাজেট আগের থেকে ৫ গুণ বৃদ্ধি পেয়েছে। ছোট কৃষকদের ক্ষমতা বাড়ানোর জন্য ১০ হাজার কৃষি উৎপাদন ক্ষেত্র তৈরি হচ্ছে। কৃষাণ ক্রেডিং কার্ডের লাভ পাচ্ছেন সকল কৃষকরা। দেশে কৃষি ব্যবস্থার জন্য তিনটে কৃষি আইন নিয়ে আসা হয়েছিল। আমাদের সরকার ছোট কৃষকদের কল্যাণের জন্য এই আইন নিয়ে আসা হয়েছিল। আমরা অনেক চেষ্টা করেও কিছু কৃষকদের বোঝাতে পারেনি। কৃষকদের একটা অংশ এটা বিক্ষোভ দেখিয়েছিল। সরকার এই আইন বদলের প্রস্তাবও দিয়েছিলাম। এই বিষয় সুপ্রিম কোর্টেও গিয়েছিল। আমি দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে বলছি, আমাদের তপস্যাতে কোনও খামতি ছিল তাই কিছু কৃষকদের সেটা বোঝাতে পারেনি।

কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত

প্রধানমন্ত্রী মোদী এরপর জানান, আমি আজ গোটা দেশকে জানাচ্ছি ৩ কৃষি আইন ফিরিয়ে নিচ্ছি। এই মাসেই আমি ৩ কৃষি আইন ফিরিয়ে নেওয়ার সাংবিধানিক প্রক্রিয়া শুরু হবে। এই কমিটি গঠন করা হবে। এই কমিটিতে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের প্রতিনিধি, কৃষি বিশেষজ্ঞ থাকবেন। আমাদের সরকারে কৃষকদের জন্য কাজ করবে। আগেও করতে থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Farm Laws, #Modi Government

আরো দেখুন