রাজ্য বিভাগে ফিরে যান

সাতশোর বেশি মৃত্যু হয়েছে কৃষক আন্দোলনে, সংসদে মোদীকে ক্ষমা চাওয়ার দাবি কল্যাণের

November 20, 2021 | < 1 min read

কৃষক আন্দোলনে মৃতদের প্রত্যেককে ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমাপ্রার্থনা করতে হবে বলেও দাবি করেন তিনি।

তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের জন্য প্রায় এক বছর ধরে আন্দোলন করছেন কৃষকেরা। শুক্রবার তা প্রত্যাহারের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তবে কল্যাণের মতে, তা যথেষ্ট নয়। শনিবার তিনি বলেন, ‘‘মোদীর ঘোষণার কোনও আইনগত মূল্য নেই। ২৯ তারিখ সাংসদ খুলছে। প্রধানমন্ত্রীর উচিত ওই দিনই কৃষি আইন প্রত্যাহার করা। সেই সঙ্গে সংসদে দাঁড়িয়ে দেশের মানুষের কাছে ক্ষমাও চাওয়া উচিত প্রধানমন্ত্রীর।’’ সেই সঙ্গে তাঁর আরও দাবি, ‘‘প্রধানমন্ত্রীর উদ্ধত মনোভাবের জন্য ১১ মাস ধরে সাতশোর বেশি কৃষক মারা গিয়েছেন। মৃতদের প্রত্যেক পরিবারকে ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা উচিত প্রধানমন্ত্রীর।’’

কৃষকদের বিরুদ্ধে যাবতীয় মামলা প্রত্যাহারের দাবিও তুলেছেন কল্যাণ। তাঁর কথায়, ‘‘সুপ্রিম কোর্টে কৃষকদের বিরুদ্ধে যে মামলা চলছে তা নরেন্দ্র মোদী নিজে হলফনামা দিয়ে ক্ষমাপ্রার্থনা করুন। তাঁর ভুল সিদ্ধান্তের জন্য সাতশো কৃষক মারা গিয়েছেন। তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে। এ কথা তাঁকে হলফনামায় বলতে হবে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #Kalyan Banerjee, #Farm Laws, #Farmers Protest

আরো দেখুন