দেশ বিভাগে ফিরে যান

বিনিয়োগ টানতে তিন দিনের সফরে মুম্বই যাচ্ছেন মমতা

November 20, 2021 | < 1 min read

বিনিয়োগ টানতে দিন তিনেকের সফরে মুম্বই যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের প্রথম দিনেই দেশের বাণিজ্য রাজধানীতে বৈঠক শুরু করে দেবেন মমতা। আগামী বছর ফেব্রুয়ারি মাসে শিল্প সম্মেলনের আগে মুখ্যমন্ত্রীর ওই সফরকে গুরুত্ব দিচ্ছে প্রশাসনিক মহল।

প্রতিবারই শিল্প সম্মেলনের আগে বণিক মহলের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সম্মেলনে শিল্পপতিদের আহ্বান জানাতে প্রশাসনিক কর্তাদেরও বিভিন্ন জায়গায় পাঠায় সরকার। আগামী ২০-২১ এপ্রিল রাজ্যে শিল্প সম্মেলনের আসর বসার কথা।

তৃতীয় তৃণমূল সরকার শুরু থেকেই শিল্পায়ন এবং কর্মসংস্থানের উপর বিশেষ জোর দিয়েছে। শিল্পবান্ধব পরিস্থিতি তৈরিতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি ছাড়াও একাধিক নীতি সরলীকরণের পথে হেঁটেছে রাজ্য। ফলে আগামী শিল্প সম্মেলনকে বাড়তি গুরুত্ব দিচ্ছে সরকার।

এ বার মুম্বই গেলে এনসিপি নেতা শরদ পওয়ারের সঙ্গে মমতার বৈঠকের একটা সম্ভাবনা রয়েছে। দেখা হতে পারে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গেও। যদিও উদ্ধবের শরীর আপাতত ভাল নেই। প্রসঙ্গত, তিন দিনের সফরে আগামী সোমবার দিল্লি যাওয়ার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। সূত্রের ধারণা, আর্থিক এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর বর্তমান নীতি নিয়ে আলোচনা করতে পারেন মমতা। এ ছাড়া তাঁর অন্য কর্মসূচিও রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mumbai, #investment, #Mamata Banejree

আরো দেখুন