রাজ্য বিভাগে ফিরে যান

সুখবর! বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনা জয় করে বাড়ি ফিরেছেন ৭৭৫ জন

November 20, 2021 | < 1 min read

গত ২৪ ঘণ্টায় কমেছে দৈনিক করোনা (Corona Virus) সংক্রমণ। কিন্তু ঊর্ধ্বমুখী রাজ্যের পজিটিভিটি রেট। বেড়েছে মৃত্যুও। চিন্তা বাড়িয়ে এদিনও কলকাতার সংক্রমণ রইল ২০০-র উপর।

শনিবার সন্ধের স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলেছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭২৫ জন। যা গতকালের তুলনায় অনেকটাই কম। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত ২০১ জন। সংক্রমণের নিরিখে এদিন দ্বিতীয় স্থানেই রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ১২৫ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। হুগলিতে একদিনে সংক্রমিতের সংখ্যা ৬৪। দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়াতে ২৪ ঘণ্টায় আক্রান্ত যথাক্রমে ৬১ ও ৫৪ জন।

এদিন রাজ্যে মোট করোনা (COVID-19) সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬ লক্ষ ৯ হাজার ১১৮ জন। ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট বেড়ে হল ২.০১ শতাংশ। একদিনে ভাইরাসের বলি ১২ জন। যার মধ্যে কলকাতা (৩) , উত্তর ২৪ পরগনা (৩) ও দক্ষিণ ২৪ পরগনা (৩) প্রাণ হারিয়েছেন মোট ১২ জন। এখনও পর্যন্ত রাজ্যে ১৯ হাজার ৩৭৬ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ। বর্তমানে মৃত্যুর হার ১.২০ শতাংশ।

তবে করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছেন কোভিডজয়ীরা। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ৭৭৫ জন। যা শুক্রবারের চেয়ে কিছুটা কম। এ নিয়ে রাজ্যে মোট ১৫ লক্ষ ৮১ হাজার ৬৯৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৩০শতাংশ। গতকালের চেয়ে সামান্য বেড়েছে সুস্থতার হার।

বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৮ হাজার ৪৫ জন। করোনার টিকাকরণের পাশাপাশি রোগী চিহ্নিত করতে আগের মতোই চলছে টেস্টিংও। রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৬ হাজার ১১৭ জনের।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Coronavirus, #covid 19

আরো দেখুন