রাজ্য বিভাগে ফিরে যান

বাংলার ৩০ জন ছাত্রছাত্রীকে বীরপুরুষ ও বীরাঙ্গনা পুরস্কার সম্মান প্রদান

November 21, 2021 | < 1 min read

সাহসিকতার জন্য বীরপুরুষ ও বীরাঙ্গনা পুরস্কারে এবার শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা। শনিবার আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে রাজ্যের ৩০ জন ছাত্রছাত্রীকে এই বিশেষ সম্মান প্রদান করা হয়। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা থেকে আছে পাঁচজন। উত্তর ২৪ পরগনা থেকে চারজন পড়ুয়াও এই পুরস্কার পেয়েছে। এছাড়াও আলিপুরদুয়ার, কলকাতা, মুর্শিদাবাদ ইত্যাদি জেলা থেকে দুই-তিনজন করে পড়ুয়াকে পুরস্কারটি দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা, শিশু কমিশনের চেয়ারপার্সন অন্যন্যা চক্রবর্তী সহ বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে তাদের এই সম্মান জানানো হয়। কী জন্য দেওয়া হল এই পুরস্কার? কেউ নিজের বিয়ে রুখে দিয়ে শিক্ষার আলোর দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কেউ আবার উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে রক্ষা করেছে হাজার হাজার প্রাণ। আবার কেউ সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। উত্তর ২৪ পরগনার অরিত্র সরকার পথ দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিতে সাহায্য করেছিল। এই কাজের জন্য তাকে এদিন কুর্নিশ জানিয়ে বীরপুরুষের সম্মান জানানো হয়। আবার কলকাতার শাহীনা খাতুন গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। পুরস্কার প্রাপকদের তালিকায় সর্ব কনিষ্ঠ হলেও দক্ষিণ ২৪ পরগনার দীপ নস্কর কাজ করেছে বড়দের মত। রেল লাইনে ফাটল দেখতে পেয়ে বুদ্ধির জোরে মাকে খবর দিয়েছিল খুদে এই পড়ুয়া। ট্রেন আসতে দেখে লাল কাপড় দেখিয়ে চালকের দৃষ্টি আকর্ষণ করা হয়। এভাবেই বিভিন্ন জেলায় ছোট ছোট ছাত্রছাত্রীরা যেসব নজির দেখিয়েছে, তা বাকিদের অনুপ্রেরণা জোগাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Dr Shashi Panja, #birpurush, #bravery award, #West Bengal, #students, #Birangana

আরো দেখুন