রাজ্য বিভাগে ফিরে যান

দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস হবে ৩ দিন, নবম ও একাদশের ২ দিন, দেখে নিন বিস্তারিত

November 21, 2021 | < 1 min read

শনিবার ক্লাস নিয়ে উষ্মা ছড়িয়েছিল শিক্ষকদের একাংশের মধ্যে। করোনাকালে ক্লাসে ছাত্রদের সংখ্যা নিয়েও আপত্তি জানিয়েছিলেন অভিভাবকদের একাংশ। এ বার সপ্তাহের প্রত্যেক দিন নয়, বার ভাগ করে ক্লাসের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে তারা। সেখানে বলা হয়েছে দশম, দ্বাদশ শ্রেণীর ক্লাস হবে সোম, বুধ এবং শুক্রবার। নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে মঙ্গল এবং বৃহস্পতিবার। শনিবার কোনও ক্লাস হবে না।


ক্লাসের সময়সীমাতেও কিছু পরিবর্তন আনা হয়েছে। সকালে ১০টা ৫০ মিনিটে ক্লাস শুরু হবে। চলবে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত। দার্জিলিং এবং কালিম্পঙে ক্লাসের সময়সীমা সমতলের মতো হবে না। সেখানে ক্লাস শুরু হবে সকাল সাড়ে ৯টায়। স্কুল ছুটি হবে দুপুর৩টেয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#School, #students, #Class Schedule

আরো দেখুন