দেশ বিভাগে ফিরে যান

ত্রিপুরা নিয়ে প্রতিবাদ জানাতে দিল্লি যাচ্ছেন তৃণমূল সাংসদরা

November 21, 2021 | < 1 min read

পুরভোটের আগে ত্রিপুরায় তৃণমূলের উপর একাধিক হামলার অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের ঠিক ২৪ ঘণ্টা আগে আগরতলা পূর্ব মহিলা থানা ঘিরে বিজেপি-র তাণ্ডবের অভিযোগ করেছে তৃণমূল। তাঁদের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলায় রক্তাক্ত হয়েছেন একাধিক তৃণমূল কর্মী এবং নেতা। এই প্রেক্ষিতে টুইট করে বিপ্লব দেবকে সরাসরি আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কিছু পরেই গ্রেপ্তার করা হল সায়নীকে।

আর এই ঘটনার প্রতিবাদ জানাতে দিল্লি যাচ্ছেন তৃণমূল সাংসদরা। দিল্লি পৌঁছে ত্রিপুরা নিয়ে বিক্ষোভ দেখাবে তৃণমূলের সাংসদরা।

তৃণমূল সাংসদের ১৫ জনের একটি প্রতিনিধি দল আজ রাতে দিল্লি পৌঁছাবে। তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাক্ষাতের সময় চেয়েছেন।

ত্রিপুরায় বর্বরতা নিয়ে আগামীকাল সকাল থেকে ধর্নায় বসবেন সাংসদরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#delhi, #Tripura violence, #TMC MPs

আরো দেখুন