দেশ বিভাগে ফিরে যান

সায়নীর জামিনের পরেই দিল্লির পথে অভিষেক

November 22, 2021 | < 1 min read

ত্রিপুরা থেকে দিল্লির রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টের রায়ের অবমাননা করেছে, এই অভিযোগ সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। মঙ্গলবার সেই মামলার শুনানি রয়েছে। সেই সূত্রেই তিনি দিল্লি যাচ্ছেন বলে দলীয় সূত্রে খবর।

আগামী বৃহস্পতিবার ত্রিপুরায় পুরভোট। তার আগে মঙ্গলবার ভোটপ্রচারের শেষ দিন। শেষবেলার প্রচারের জন্য ত্রিপুরার রাজধানী আগরতলায় কর্মসূচি ছিল অভিষেকের। তবে সোমবার আগরতলায় পৌঁছলেও সেখানে ভোটপ্রচারের জন্য তাঁর পদযাত্রার অনুমতি দেয়নি বিপ্লব দেব প্রশাসন। মূলত ত্রিপুরায় আইন-শৃঙ্খলার অবনতিজনিত কারণে এই সিদ্ধান্ত বলে দাবি প্রশাসনের।

যদিও সোমবার একটি পথসভার অনুমতি পেয়েছে তৃণমূল। সোমবার সকালে আগরতলায় পৌঁছেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তথা তাঁর বিজেপি সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন অভিষেক। যুব তৃণমূলনেত্রী সায়নী ঘোষের গ্রেফতারি থেকে শুরু করে ত্রিপুরায় সন্ত্রাসের অভিযোগ— সব ইস্যুতেই কাঠগড়ায় তুলেছেন বিপ্লব দেব প্রশাসনকে। তাঁর দাবি, ‘‘ত্রিপুরায় নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে। দমনপীড়নের সব রেকর্ড ভেঙেছে বিজেপি। এ রাজ্যে বিরোধীদের কথা ছেড়েই দিন। আক্রান্ত সাধারণ মানুষ, সংবাদমাধ্যমের প্রতিনিধি। হাসপাতালে রোগী সুরক্ষিত নন। থানায় পুলিশ সুরক্ষিত নন।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#delhi, #tripura, #abhishek banerjee

আরো দেখুন