← দেশ বিভাগে ফিরে যান
সময় দিলেন না শাহ, স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে ত্রিপুরার পরিস্থিতি নিয়ে ধর্নায় তৃণমূল সাংসদরা
সোমবার সকালেই সাক্ষাতের অনুমতি চেয়েছিল তৃণমূল। কিন্তু অমিত শাহ তৃণমূল সাংসদদের দেখা করার সময় দেননি বলে জানা গিয়েছে। এর পর সাংসদরা অমিতের দপ্তরের বাইরে বসে পড়েছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন।
ধর্নায় রয়েছেন সুখেন্দুশেখর রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মালা রায়, ডেরেক ও’ব্রায়েনের মতো সাংসদরা।
এদিকে, ত্রিপুরার পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। এই নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেই মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার হবে সেই মামলার শুনানি