রাজ্য বিভাগে ফিরে যান

সুখবর! রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনাজয়ীর সংখ্যা ৬৭৬ জন

November 22, 2021 | < 1 min read

রাজ্যে নিম্নমুখী কোভিড (Covid 19) গ্রাফ। গত ২৪ ঘণ্টা অনেকটাই কমল করোনা আক্রান্তের সংখ্যা। তবে মৃতের সংখ্যা বাড়ল কিছুটা। যার ফলে কিছুটা স্বস্তিতে আমজনতা।  

রাজ্য স্বাস্থ্যদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬১৫ জন। যা রবিবারের তুলনায় অনেকটাই কম। কলকাতায় আক্রান্ত হয়েছে ১৭৩ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে ১৩৮ জনের শরীরে বাসা বেঁধেছে করোনা ভাইরাস। মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লক্ষ ১০ হাজার ৪৬০ জন। অ্যাকটিভ কেস ৭ হাজার ৯৪৫। আক্রান্তের সংখ্যা কমেছে ঠিকই। তবে একদিনে মৃতের সংখ্যা বেড়েছে কিছুটা। মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৩৯৭ জন। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭৬ জন। তার ফলে করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৮৩ হাজার ১১৮ জন।

করোনা সংক্রমিতের চিহ্নিত না করলে ভাইরাস আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে থাকাই স্বাভাবিক। সে কারণে উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। একদিনে ২৬ হাজার ৩০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বাংলায় পজিটিভিটি রেট ২.৩৪ শতাংশ। করোনা রুখতে টিকাকরণের (Covid Vaccination) উপর জোর দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত মোট ১ লক্ষ ৪৪ হাজার ৬৯৯ জনের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। প্রথম ডোজ নিয়েছেন ৮৮ হাজার ৪৯৬ জন এবং বাকি ৫৬ হাজার ২০৩ জনের দ্বিতীয় ডোজ সম্পূর্ণ হয়েছে।

উৎসবের মরশুম শেষেই করোনা গ্রাফ একধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ার আশঙ্কা করেছিলেন প্রায় সকলেই। বিশেষজ্ঞদের মতে, করোনা গ্রাফ নিম্নমুখী হলেও সামান্য অসাবধানতা বড়সড় বিপদ ডেকে আনতে পারে। তাই কোভিডবিধি মেনে চলার কথাই বলছেন চিকিৎসকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Coronavirus, #covid19

আরো দেখুন