মমতার লক্ষ্মীর ভান্ডারকে হুবহু টুকে পঞ্জাব ভোটের প্রচার অস্ত্র কেজরিওয়ালের
মমতার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্যই এবার পঞ্জাবের ভোটে অস্ত্র কেজরিওয়ালের। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করলেন, আম আদমি পার্টি পঞ্জাবে সরকার গঠন করলে ১৮ বছর বয়সি সমস্ত মহিলা মাসে হাজার টাকা করে ভাতা পাবেন। তিনি এটিকে ‘বিশ্বের সবথেকে বড় প্রকল্প’ আখ্যা দেন। তাঁর মতে, এই প্রকল্প প্রতিটি মহিলাকে আর্থিকভাবে স্বাধীনতা দেবে। তাঁদের পরিবারের পুরুষ সদস্যদের কাছে টাকা চাইতে আর লজ্জা পেতে হবে না।’ এবারের নির্বাচনের ফলাফল মহিলারই ঠিক করবেন বলে মনে করেন তিনি।
বিধানসভা ভোটের আগে রাজনৈতিক পারদ চড়ছে পঞ্জাবে। ভোটারদের মন জয়ে দেওয়া হচ্ছে প্রতিশ্রুতি বন্যা। সোমবার পাঞ্জাব সফরে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকে একহাত নিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এদিন মোগা জেলায় এক জনসভায় দিল্লির মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ‘এখানে একজন নকল কেজরিওয়াল ঘুরে বেড়াচ্ছেন। আমি পঞ্জাববাসীর জন্য যে প্রতিশ্রুতি দিই, তিনি দু’দিন পরে সেটাই ঘোষণা করেন। তিনি কোনও কাজ করেন না, সবটাই ভুয়ো।’ একইসঙ্গে মহিলা ভোট টানতে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতিও দেন কেজরিওয়াল। চান্নিকে একহাত নিয়ে কেজরিওয়াল বলেন, ‘আমি পঞ্জাবে মহল্লা ক্লিনিকের কথা ঘোষণা করেছি। কিন্তু ভুয়ো কেজরিওয়ালও একই ঘোষণা করেছেন। আমি পঞ্জাবের অটো ইউনিয়নের সঙ্গে দেখা করব, এটা ১০ দিন আগেই পরিকল্পনা করেছিলাম। অথচ তিনি আজই চলে গেলেন। উল্লেখ্য, সোমবার সকালে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অটোরিকশা চালকদের সঙ্গে দেখা করেন। তাঁদের সমস্ত বকেয়া চালান মুলতুবির কথাও ঘোষণা করেন। সেইসঙ্গে তাঁর প্রতিশ্রুতি, অটোচালকদের হয়রানি বন্ধ করতে শীঘ্রই নতুন করে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেবে সরকার।