দেশ বিভাগে ফিরে যান

স্বাস্থ্যসাথী কার্ডে শিশুর ব্রেন টিউমার অপারেশন ভেলোরে

November 23, 2021 | < 1 min read

ছবি: নিজস্ব

চার বছরের ঈশানের ব্রেন টিউমার অপারেশন সম্ভব হবে স্বাস্থ্যসাথী কার্ডে। মাথার ভিতর টিউমার থাকায় জন্ম থেকেই কথা বন্ধ ঈশানের। সেই টিউমার হঠাৎ বেড়ে যাওয়ায় প্রয়োজন হয়ে পড়ে অপারেশনের। অথৈ জলে পড়েন আরামবাগের গৌরহাটী বাজারের পাপন ও ঈশানী ভট্টাচার্য। নেই স্বাস্থ্যসাথী কার্ড। কোথা থেকে জোগাড় হবে অপারেশনের জন্য বিপুল অর্থের!

রবিবার প্রশাসনের তৎপরতায় দ্রুত ব্যবস্থা করে দেওয়া হয় স্বাস্থ্যসাথী কার্ডের। রবিবার রাতেই অপারেশনের জন্য ছেলেকে নিয়ে ভেলোরে পাড়ি দেন ভট্টাচার্য দম্পতি।

ঈশানী ভট্টাচার্য রবিবার জানান, জন্ম থেকেই আমার ছেলে কথা বলতে পারে না। মাথার ভিতর ছোট্ট টিউমার থাকায় এই সমস্যা দেখে দেয়। হঠাৎ করে টিউমার বড় হয়ে যাওয়ায় ডাক্তাররা জানান দ্রুত অপারেশন করতে হবে। অপারেশনের জন্য খরচ পড়বে প্রায় দশ লাখ টাকা। প্রবল দুঃশ্চিন্তায় পড়েছিলাম। এছাড়া আমার ও স্বামীর স্বাস্থ্যসাথী কার্ড নেই। সহযোগিতায় এগিয়ে আসে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রবিবার তারাই আমাদের আরামবাগ এসডিও অফিসে নিয়ে গিয়ে আমার শ্বশুরমশাইয়ের স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আমার ও আমার স্বামীর নাম অন্তর্ভুক্ত করে দেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Vellore, #swasthya sathi card, #operation, #brain tumour

আরো দেখুন