তৃণমূলের হাত শক্তিশালী করতে সিপিএম-কংগ্রেসকে বার্তা অভিষেকের
আগস্ট মাসে ত্রিপুরায় পা রাখার পর থেকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা লাগাতার হামলা চালাচ্ছে বলে অভিযোগ করছে তৃণমূল। সর্বশেষ ঘটনা রবিবার। তৃণমূলের উপর হামলার ঘটনায় এর আগে তীব্র নিন্দা করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আর রবিবার তৃণমূল যুব কংগ্রেস সভানেত্রী সায়নী ঘোষের গ্রেপ্তার এবং থানায় ঢুকে হামলার ঘটনাতেও বিবৃতি দিয়ে নিন্দা করেছে ত্রিপুরা সিপিএম। এই বিবৃতি দেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংবাদিক বৈঠক থেকে যার প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন। এমনকী, সিপিএম-কংগ্রেসের প্রতি অভিষেকের বার্তা, ঘরে বসে না থেকে বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামুন।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, হদয় থেকে ধন্যবাদ। তবে আমি আরও খুশি হতাম সিপিএম যদি রাস্তায় নেমে প্রতিবাদ করত। কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে যখন আমাদের লড়াই, তখন তা ভার্চুয়াল নয়। মাঠে-ময়দানের লড়াই। সিপিএমের তরফে একটা বিবৃতি দিয়ে সাপোর্ট জানানো যায়। কিন্তু তারা যদি রাস্তার না-থাকে তাহলে লড়াইটা একতরফা হয়ে যায়। তৃণমূল আসার পর একটা বিরোধী শক্তি দেখতে পেয়েছেন মানুষ।
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে একাধিকবার কংগ্রেস, সিপিএমকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে, বিজেপির শক্তিবৃদ্ধির পিছনে কংগ্রেস গত সাতবছর যাবৎ লড়াই করতে পারেনি বলে মনে করেন তিনি। এমনকী, দলের মুখপত্র ‘জাগো বাংলা’-য় লেখা হয়েছে, ‘আসল কংগ্রেস তৃণমূল।’ এই অবস্থায় এদিন অভিষেক বলেছেন, বিরোধী বলে সারা দেশে এখন কেউ নেই। কংগ্রেস, সিপিএম মাঠে-ময়দানে নেই। আমাদের উপর হামলা-মামলা চলছে। কিন্তু আমরা লড়াই করে যাচ্ছি। তাই কংগ্রেস, সিপিএম সবাইকে অনুরোধ করব, যাঁরাই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান, তাঁরা মাঠে-ময়দানে নেমে তৃণমূলের হাত শক্তিশালী করুন।
বিরোধীদের মূল লড়াই ২০২৪ সালে কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপি-কে হটানো। আর এই লড়াইয়ে তৃণমূল এখন বাংলার বাইরে দেশের একাধিক রাজ্যে পা রেখেছে। এখানেই কংগ্রেস-সিপিএমের উদ্দেশে অভিষেকের মন্তব্য, এতদিন চেষ্টা করেছেন, পারেননি। সবাই যদি সবকিছু করতে পারত, তাহলে তৃণমূলকে অন্য রাজ্যে যাওয়ার প্রয়োজন হতো না। লড়াইটা শুধু কাগুজে নয়, মাঠে নেমেই লড়াই করতে হয়। এটা সত্য যে, সিপিএম-কংগ্রেস বিজেপিকে হারানোর ক্ষমতা রাখে না। যদি ক্ষমতা থাকত তাহলে বাড়িতে বসে থাকত না। চোখে আঙুল দিয়ে দেখাত কোনটা ভুল। তাই অভিষেকের আহ্বান, রাজ্যের মানুষের স্বার্থে সকলে এক হোন। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলের হাত শক্তিশালী করুন।