রাজ্য বিভাগে ফিরে যান

গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড জয় করে ছাড়া পেলেন ৭৪১ জন

November 23, 2021 | < 1 min read

গত ২৪ ঘণ্টায় টেস্টিংয়ের পরিমাণ বাড়তেই এক লাফে বৃদ্ধি পেল রাজ্যের করোনা সংক্রমণ। একইসঙ্গে চিন্তায় ফেলল কলকাতার দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে এরই মধ্যে টিকাকরণকে হাতিয়ার করে কোভিড পরিস্থিতি জয়ের পথে এগোনোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলা। আর সেই লক্ষ্যে শুধুমাত্র ২৪ ঘণ্টায় ভ্যাকসিন দেওয়া হল ৬ লক্ষ ৫৮ হাজারেরও বেশি। স্বস্তি দিয়ে নিম্নমুখী অ্যাকটিভ কেসও।

মঙ্গলবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৭২০ জন। টেস্টিং তুলনামূলক কম হওয়ায় গতকাল যে সংখ্যাটা প্রায় ছ’শোয় নেমে গিয়েছিল। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত ২১১ জন। সংক্রমণের নিরিখে এদিনও দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ১৩৪ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৭১। হাওড়া ও হুগলিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত যথাক্রমে ৫০ ও ৫৭ জন। ফলে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬ লক্ষ ১১ হাজার ১৮০ জন। ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট অনেকটাই কমল। ২.০০ শতাংশ সংখ্যক মানুষ পজিটিভ। এদিকে একদিনে ভাইরাসের বলি ১০ জন। এখনও পর্যন্ত রাজ্যে ১৯ হাজার ৪০৭ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Corona Virus, #covid-19, #corona vaccine

আরো দেখুন