মমতার আমন্ত্রণে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে রাজ্যের হয়ে একাধিক দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে একই সঙ্গে কেন্দ্র- রাজ্য সম্পর্কের উন্নতিতেও এ দিন প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee invites Narendra Modi in Bengal)৷ সেই কারণেই আগামী বছর এপ্রিল মাসে কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী৷
আজ মমতা এ প্রসঙ্গ উল্লেখ করে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কেন্দ্র-রাজ্য সম্পর্ক একটা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে অত্যন্ত জরুরি ৷ গণতান্ত্রিক পদ্ধতিতে সেই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আজকের এই বৈঠক বলেও মমতা স্পষ্ট করেন ৷
এর পাশাপাশি বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধির প্রতিবাদ, রাজ্যের বকেয়া প্রায় ৯৮ হাজার কোটি টাকা মিটিয়ে দেওয়ার জন্যও নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি ১২ থেকে ১৮ বছর বয়সিদের কোভিড ভ্যাকসিন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন মমতা৷
আজ সাংবাদিক বৈঠকে প্রথম থেকেই মমতা বুঝিয়ে দেন, এক জন মুখ্যমন্ত্রী হিসেবেই আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি ৷ এর সঙ্গে রাজনৈতিক কোনও যোগ নেই ৷ আর সে কারণে, রাজ্যের বকেয়া, বিএসএফ এবং টিকা- এই তিনটি বিষয় নিয়েই কথা হয় ৷ মমতা বুঝিয়ে দেন, রাজনৈতিক মতভেদ থাকলেও প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর এই সাক্ষাতের মধ্যে নেই কোনও রাজনৈতিক উদ্দেশ্য ৷