রাজ্য বিভাগে ফিরে যান

বাংলায় শুরু পুরুষ স্বনির্ভর গোষ্ঠী গড়ার কাজ

November 24, 2021 | < 1 min read

ছবি: প্রতীকী

পুরুষদের জন্য স্বনির্ভর গোষ্ঠী গড়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল রাজ্য। প্রাথমিক পর্যায়ে ৫০০টি গোষ্ঠী গড়ে সেই কাজ শুরু করে দিল পঞ্চায়েত দপ্তর। সেই সংখ্যা অতি দ্রুত বাড়ানো হবে বলে জানিয়েছেন দপ্তরের কর্তারা। পঞ্চায়েত দপ্তরের অধীন ওয়েস্ট বেঙ্গল কম্প্রিহেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন ওই গোষ্ঠী গড়ার কাজে হাত দিয়েছে। চলতি মাসেই পুরুষদের স্বনির্ভর গোষ্ঠী গড়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার। এতদিন মহিলারাই এই সুযোগ পেতেন। তাঁদের আর্থিকভাবে যে অনুদান ও সাহায্যগুলি দেওয়া হয়, তা রাজ্য সরকারের ‘আনন্দধারা’ প্রকল্পের অধীন। পুরুষরাও যাতে একই ধাঁচের আর্থিক সুবিধা পেয়ে স্বনির্ভর গোষ্ঠী গড়তে পারেন, তার জন্য উদ্যোগ নেয় রাজ্য সরকার। পঞ্চায়েত দপ্তরের পাশাপাশি সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়। চলতি বছরে মোট ২ লক্ষ গোষ্ঠী গড়ার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে ১ লক্ষ ৩৫ হাজারের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তরকে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#self help group

আরো দেখুন