কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল পুরভোট সংক্রান্ত মামলার শুনানি
কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল পুর ভোট সংক্রান্ত মামলার শুনানি। আগামী সোমবার এই মামলার শুনানি হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির কথা থাকলেও তা আজ হয়নি। ফলে পুরভোট নিয়ে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি জারি করা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
তবে নির্বাচন কমিশন চাইলে বিজ্ঞপ্তি জারি করতেই পারে বলে মত আইনজীবী মহলের একাংশের। আইনজীবীদের মতে, কলকাতা হাইকোর্টে পুরভোট নিয়ে মামলা চলছে ঠিকই, তবে এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্ট পুরভোটের বিজ্ঞপ্তি জারি করা নিয়ে কোনও নিষেধাজ্ঞা দেয়নি। তাছাড়াও নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করতে পারবে না সেই সংক্রান্ত কোনও নির্দেশও দেয়নি কলকাতা হাইকোর্ট। ফলে স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে নির্বাচন কমিশনের পুরভোট নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে কোনও অসুবিধা নেই বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।