কষিয়ে গণতন্ত্রের থাপ্পড় খাবে বিজেপি, ত্রিপুরা পুরভোট প্রসঙ্গে টুইট সায়নীর
রীতিমতো সন্ত্রাসের আবহে আগরতলা পুরসভার ভোটগ্রহন চলছে।সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি। বেশ কিছু জায়গায় অশান্তির খবর মিলেছে। একের পর এক অভিযোগ তুলেছে সে-রাজ্যের বিরোধীরা। মক পোলের সময় তৃণমূল প্রার্থীর দুই পোলিং এজেন্টকে মারধর করার অভিযোগ উঠেছে। আগরতলার ৫ নম্বর ওয়ার্ডের এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরভোটে আগের রাতেই প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগও উঠেছে।
সিপিএম অভিযোগ করেছে, বিলোনিয়ায় অবাধে ছাপ্পা ও বুথ দখল করছে শাসকদল বিজেপি। এই পরিস্থিতিতে তৃণমূলের নেত্রী সায়নী ঘোষের টুইট, ‘ ত্রিপুরা বিজেপি মনে করে তারা আইনশৃঙ্খলার ঊর্ধ্বে। সুপ্রিম কোর্টকে স্পষ্ট অবজ্ঞা করা হচ্ছে। আগরতলা থেকে অবিরাম হুমকি ও হিংসার খবর আসছে। গণতন্ত্রই শেষ কথা বলবে এবং আজ বা আগামীকাল কষিয়ে চড় খাবে বিজেপি।
এরপর সায়নী কটাক্ষ করে বলেছেন , ‘ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে। সেখানে কোনও মানুষই নিরাপদে নেই। সামগ্রিক পরিস্থিতিতে তিতিবিরক্ত ত্রিপুরাবাসী বিপ্লব দেব সরকারকে উৎখাত করতে চাইছে। ‘