দেশ বিভাগে ফিরে যান

ত্রিপুরায় পুরসভা ভোটে পুনর্নির্বাচনের দাবিতে সুপ্রিমকোর্টে যাচ্ছে তৃণমূল?

November 25, 2021 | < 1 min read

বহু প্রতিক্ষার পর আজকেই ছিল ত্রিপুরার পুরসভা নির্বাচন।বিগত বেশ কিছু সময় ধরে নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত হয়েছিল এই রাজ্যের পরিস্থিতি।বারংবার এখানকার বিজেপি কর্মীদের বিরুদ্ধে তৃণমূলের উপর আক্রমণ চালানোর অভিযোগ সামনে আসছিল। এমনকি ত্রিপুরায় ভোট প্রচারে গিয়ে গত শনিবার খুনের চেষ্টার অভিযোগে তৃণমূল নেত্রী সায়নী ঘোষ কে গ্রেপ্তার করা হয়।

এরপর যারপরনাই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছিল রাজনৈতিক মহলে। কিন্তু শেষমেশ আজ সমাপন হলো ভোট।কিন্তু তাতে সন্তুষ্ট নয় কোনো রাজনৈতিক দলই।তাই এবারে ত্রিপুরায় পুনর্নির্বাচনের দাবিতে সুপ্রিমকোর্টে যেতে চলেছে তৃণমূল কংগ্রেস।

প্রথমেই ত্রিপুরায় পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বামেরা। এবার সেই একই পথে হাঁটতে চলেছে তৃণমূল কংগ্রেস। তাদের আর্জি দেশের শীর্ষ এই আদালতের তত্ত্বাবধানে আবারো এই রাজ্যে পুরভোট করা হোক। তৃণমূল নেতা কুনাল ঘোষ এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানিয়েছেন,”ত্রিপুরায় বেশির ভাগ বুথ দখল হয়েছে। বিজেপি এখানে ব্যাপক সন্ত্রাস করেছে। তাই আবারও নির্বাচনের দাবি জানাচ্ছি আমরা”।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Municipal Election, #tripura, #supreme court

আরো দেখুন