মোদী বিরোধী লড়াইয়ে কংগ্রেস ব্যর্থ, জাগোবাংলায় কটাক্ষ তৃণমূলের
মোদী বিরোধী লড়াইয়ে কংগ্রেস ব্যর্থ। অক্ষম তাদের ‘হাত’। সরাসরি সেই অভিযোগ করেছে তৃণমূল। গত সাত বছর ধরে কংগ্রেস ক্রমাগত পরাজিত হওয়ায় লড়াইয়ের ব্যাটন হাতে তুলে নিয়েছে তৃণমূল। কংগ্রেসের লাগাতার ব্যর্থতার কাহিনী দলের মুখপত্রে তুলে ধরল জোড়াফুল শিবির। কংগ্রেস ছেড়ে নেতারা যে এখন তৃণমূলের উপরই আস্থা রাখছেন সেই দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার তৃণমূলের দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’তে লেখা হয়েছে, ‘অক্ষম কংগ্রেস’। উত্তরপ্রদেশ, হরিয়ানা, মেঘালয় এখন শীর্ষ কংগ্রেস নেতা ইতিমধ্যে যোগ দিয়েছেন তৃণমূলে। মেঘালয় কংগ্রেসকে ফেলে বিরোধী আসনে চলে এসেছে তৃণমূল। আগামী দিন আরও অনেকে তৃণমূলে যোগ দিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতারা। এই অবস্থায় তৃণমূল দলের মুখপত্রে লিখেছে, কংগ্রেস এখন বেজায় মুশকিলে। যেতেও কাটে, আসতেও কাটে। নতুন কেউ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেই তাদের বুকের ভেতর হাহাকারের বাদ্যিটা বেজে ওঠে। সব হতাশা থেকে তির্যক মন্তব্য, কটাক্ষ। এসব অবশ্য তাদের পলিটিকাল কম্পালশন।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অভিযোগ করেছেন, বিজেপির হাত শক্ত করতেই কংগ্রেসকে আক্রমণ করছে তৃণমূল। কংগ্রেসের ঘর ভাঙাচ্ছে।অধীরবাবুর এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেওয়া হয়েছে তৃণমূলের মুখপত্রে। সেখানে লেখা হয়েছে, দলের জাতীয় স্তরের নেতৃত্বের চাইতে অধীর চৌধুরীর জ্বালাটা একটু বেশি। অধীর চৌধুরী অস্তিত্ব সঙ্কটে ভুগছেন। সেটা হওয়া স্বাভাবিক। কারণ বাংলার তাদের দলকে তিনি শূন্যতে নামিয়ে এনেছেন। বিধানসভায় কংগ্রেসের নাম মুছে গিয়েছে। গুরুত্বপূর্ণ হল, দিন কয়েক আগে তৃণমূলের দলীয় মুখপত্রে লেখা হয়েছে, আসল কংগ্রেস হল তৃণমূলই।