রাজ্য বিভাগে ফিরে যান

পুর নির্বাচনে কোনও গন্ডগোল বরদাস্ত করা হবে না, কড়া বার্তা মমতার

November 27, 2021 | < 1 min read

ত্রিপুরা পুরভোটে একাধিক হিংসার ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। কিন্তু কোনওভাবেই সেই পরিস্থিতির পুনরাবৃত্তি যেন বাংলায় না হয় দলকে তার সাফ জানিয়েছেন তৃণমূল নেত্রী। মানুষের ভোটে আস্থা রাখতে হবে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা অমান্য করলে ব্যবস্থা নেবে পুলিশ।

শুক্রবার পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশের আগে কালীঘাটে বৈঠকে বসেন তৃণমূল নেত্রী। ওই বৈঠকে মমতা জানিয়েছেন, ‘ নির্বাচনে কোনও গন্ডগোল বরদাশ্ত করা হবে না। মানুষের ভোটে আস্থা রাখতে হবে। নির্দেশ অমান্য হলে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা।

একুশের নির্বাচনে গেরুয়া শিবিরে রেকর্ড আসনে হারিয়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা, গোয়া এবং মেঘালয়ে শক্ত ঘাঁটি তৈরি করেছে তৃণমূল। স্বভাবতই নিজের রাজ্য ছাড়াও অন্য রাজ্য নিয়ে ব্যস্ত নেত্রী। তাই পুরভোটে কোনওরকম অশান্তি চান না মমতা। এতে দলের ভাবমূর্তি অক্ষুণ্ন থাকবে বলে বিশ্লেষণ করেছেন রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Municipal elections, #kmc elections

আরো দেখুন