দেশ বিভাগে ফিরে যান

ফের প্রকাশ্যে মোদী সরকারের দূরদর্শিতার অভাব, আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু ঘোষণার পর পিছে হটার ইঙ্গিত

November 27, 2021 | 2 min read

ভয়াল মহামারীর আতঙ্ক নিয়ে ফিরেছে করোনা নয়া স্ট্রেন Omicron। Delta varient-এর থেকে কয়েকগুণ বেশি সংক্রামক New Corona variant B.1.1.529। কোনওভাবেই যাতে এই নয়া প্রজাতি ভারতের মাথাব্যথার কারণ না হয়ে দাঁড়ায়, তার জন্য বিশেষ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আন্তর্জাতিক উড়ানের উপর ফের নিষেধাজ্ঞা জারি করা হবে কিনা, তা নিয়ে বিবেচনার করার পরামর্শ দিয়েছেন তিনি।

শনিবার প্রধানমন্ত্রী ভারতে আসা সমস্ত আন্তর্জাতিক বিমানের উপর বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছেন। প্রত্যেক যাত্রীর কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা থেকে আগতদের উপর নজর বাড়ানোর কথা বলা হয়েছে। এছাড়াও দেশের মানুষকে আরও সতর্ক হতে অনুরোধ জানিয়েছেন তিনি। কোভিড বিধিনিষেধ মেনে চলার উপর বাড়তি জোর দিতে বলেছেন।

Omicron নিয়ে বিশ্ব জুড়েই এখন রেড অ্যালার্ট। এই প্রাথমিক গবেষণায় উঠে আসা এই ভাইরাসের সংক্রামক চরিত্রের কারণে World Health Organisation (WHO) একে উদ্বেগজনক তালিকাভুক্ত করেছে। বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা এই ভাইরাসের উপর কাজ করবে না করোনার টিকাও। ভারতে এখনও পর্যন্ত এই Omicron নমুনা না মিললেও দক্ষিণ আফ্রিকা থেকে বিশ্বের আটটি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। নতুন এই করোনা ভ্যারিয়্যান্টটি ধরা পড়ে বৎসোয়ানায়। সেখান থেকে হংকং এবং দক্ষিণ আফ্রিকায় তা ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ১১০ জনের শরীরে এই ভ্যারিয়্যান্ট পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। এদিকে করোনার নতুন রূপ নিয়ে বৃহস্পতিবারই নেচার জার্নালে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে।

বিশ্বের একাধিক দেশে এই নতুন কোভিড ভ্যারিয়্যান্ট থাবা বসিয়েছে। দক্ষিণ আফ্রিকায় সন্ধান পাওয়া গিয়েছে এই ভ্যারিয়্যান্টের। ইজরাইল এবং হংকংয়ে এই ভ্যারিয়্যান্ট পাওয়া গিয়েছে। মঙ্গলবার থেকে এই ভ্যারিয়্যান্ট নিয়ে হইচই শুরু হয়েছিল। গবেষকদের সন্দেহ, এই ভ্যারিয়্যান্টটি ডেলটার থেকেও ভয়ানক হতে পারে। নতুন স্ট্রেনের উপর কোভিড ভ্যাকসিন কাজ করবে কিনা, তাও গবেষণা সাপেক্ষ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন করোনা টিকা এই ভ্যারিয়্যান্টের উপর কার্যকরী হবে বলেই মনে করছি। কিন্তু, বিষয়টি তদন্ত সাপেক্ষ। তাৎপর্যপূর্ণভাবে, করোনার নতুন ঢেউয়ে বেসামাল ইউরোপের একাধিক দেশ। এই পরিস্থিতিতে নতুন ঢেউ পরিস্থিতির অবনতি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যগিও এই প্রসঙ্গে এখন থেকেই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে এই ভ্যারিয়্যান্ট কোনওভাবেই ছড়িয়ে না পড়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #International Flights

আরো দেখুন