শীতকালীন অধিবেশনে কংগ্রেসের সঙ্গে সমন্বয়ে উৎসাহী নয় তৃণমূল
সংসদের শীতকালীন অধিবেশনে কংগ্রেসের সঙ্গে সমন্বয়ে উৎসাহী নয় তৃণমূল, শনিবার এরকমই জানিয়েছেন তৃণমূলের এক নেতা ।
সূত্রের খবর, আগামী ২৯শে নভেম্বর, কংগ্রেস সাংসদ ও রাজ্যসভায় বিরোধীপক্ষের নেতা মল্লিকার্জুন খাড়গের ডাকা বিরোধী দলগুলোর বৈঠকে নাও থাকতে পারে তৃণমূলের প্রতিনিধিরা। জানা গেছে, তৃণমূলের পক্ষ থেকে কংগ্রেসকে পরামর্শ দেওয়া হয়েছে যে আগে তাঁরা নিজেদের মধ্যে সমন্বয় আনুক এবং নিজেদের ঘর গোছাক।
তৃণমূল সূত্রের খবর, তাঁরা সংসদে দেশবাসীর জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরবেন। এই ব্যাপারে অন্যান্য বিরোধী দলগুলোর সঙ্গে তারা সমন্বয় রেখেই কাজ করবেন। বিজেপির বিরুদ্ধে কংগ্রেস নেতাদের লড়াই চালানোর কোনোও সংকল্পই নেই, এরকম অভিযোগও উঠে এসেছে।
আগামী ২৯শে নভেম্বর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় সমন্বয় কমিটির বৈঠক হতে চলেছে। জানা যাচ্ছে, সেই বৈঠকে, সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূল কি কৌশল নেবে, তা নিয়ে আলোচনা হবে।