দেশ বিভাগে ফিরে যান

ত্রিপুরায় পুরভোটে দ্বিতীয় স্থানে তৃণমূল

November 28, 2021 | < 1 min read

ত্রিপুরার পুরভোটে শাসকদল বিজেপির ঘাঁড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করল তৃণমূল। আমবাসায় একটি আসনে জয়ী তৃণমূল প্রার্থী। পুরভোটের সর্বশেষ ফলের নিরিখে তারা এখন রাজ্যে দ্বিতীয় স্থানে রয়েছে।

মাত্র তিন মাসের মধ্যেই বিজেপি শাসিত ত্রিপুরায় নিজেদের ক্ষমতা প্রদর্শন করল তৃণমূল। গত অগাস্ট মাসে ত্রিপুরাকে দলের সংগঠন তৈরির কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।নভেম্বর মাসে ত্রিপুরার শাসক দল বিজেপির সন্ত্রাস এবং প্রশাসনিক ক্ষমতা প্রয়োগের পরেও আমবাসা পুরসভাতে জয় দিয়ে খাতা খুলল তৃণমূল।

এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, আগরতলায় ৫১ ওয়ার্ডের মধ্যে ইতিমধ্যেই ১০টি ওয়ার্ড জিতে গেছে বিজেপি। কিন্তু ৬টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল, আর সিপিআইএম দ্বিতীয় স্থানে ৩ ওয়ার্ডে। ২, ১৯, ৩৬, ৩৫, ১৮ নম্বর ওয়ার্ড জিতে গেছে বিজেপি। আগরতলার ১৮ নম্বর ওয়ার্ডে জয়ী BJP প্রার্থী অভিষেক দত্ত। তাঁর প্রাপ্ত ভোট ১৮৮০। আর সেই ওয়ার্ডে তৃণমূল পেয়েছে ১২০০ ভোট। ওই ওয়ার্ডে বিজেপি প্রার্থী জিতেছেন ৬৫৪ ভোটে।

TwitterFacebookWhatsAppEmailShare

#trinamool, #Tripura municipal polls

আরো দেখুন