রাজ্য বিভাগে ফিরে যান

ব্যান্ডেল স্টেশনে হকারদের পাশে দাঁড়াল জাতীয়তাবাদী বাঙালি সংগঠন

November 29, 2021 | < 1 min read

আজ সকালে ব্যান্ডেল স্টেশনে ১৫ জন হকারকে কেস দেয় রেল পুলিশ (RPF)। তাদের অভিযোগ রেলে হকারি করা অবৈধ। হকার’রা অনেক অনুরোধ করে তাদের ছেড়ে দেওয়ার জন্য। কোনো অনুরোধেই রেল পুলিশের অফিসাররা কর্ণপাত করেনি।

সূত্রের খবর, জুলুমের প্রতিবাদে শেষে বাঙালি হকারদের খেটে খাওয়ার অধিকার রক্ষা করতে জাতীয় বাংলা সম্মেলন নামক সংগঠনের ডাকে ২০০ জন হকার ব্যান্ডেল স্টেশন অবরোধ করে। থমকে যায় ট্রেন চলাচল।

রেল পুলিশের অফিসাররা নতিস্বীকার করে, ১৫ জন বাঙালি হকারকে নিঃশর্তে মুক্তি দেয়। জাতীয়তাবাদী এই বাঙালি সংগঠনের দাবী, ভারতীয় রেল হকারি অবৈধ বলছে কিন্তু হকারদের লাইসেন্স দিচ্ছে না, এই সুযোগে কিছু দুর্নীতিগ্রস্ত রেল পুলিশের অফিসার বাংলার খেটে খাওয়া হকারদের উপর তোলাবাজি করছে। তাদের বক্তব্য, “হয় লাইসেন্স দিন, নাহলে তোলাবাজি বন্ধ করুন।”

TwitterFacebookWhatsAppEmailShare

#hawkers, #bandel station, #jbs

আরো দেখুন