বিনোদন বিভাগে ফিরে যান

অভিনেত্রী অরুণিমা ঘোষকে শ্লীলতাহানি ও খুনের হুমকির জের, গ্রেপ্তার এক যুবক

November 29, 2021 | < 1 min read

এবার শ্লীলতাহানি ও খুনের হুমকির শিকার টলিউড অভিনেত্রী অরুণিমা ঘোষ। তাঁর দায়ের করা অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। আজ তাকে আদালতে পেশ করা হবে বলে খবর। ইতিমধ্যেই এ নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। অভিনেত্রীর নিরাপত্তা বাড়ানো হয়েছে লালবাজারের তরফে। অভিযোগ, অভিনেত্রী অরুণিমা ঘোষকে বেশ কয়েকদিন ধরে এক যুবক উত্যক্ত করছিল। শুধু তাই নয়, ফোন করে তাঁকে শ্লীলতাহানি, খুন-সহ একাধিক হুমকি দিচ্ছিল। অভিনেত্রী কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্তে নামে। অভিনেত্রীর বাড়ির সামনে থেকে রবিবার রাতে হাতেনাতে এক যুবককে গ্রেপ্তার করেন পুলিশ আধিকারিকরা।

কলকাতা পুলিশ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মুকেশ সাউ। সে গড়ফা এলাকার বাসিন্দা। এই যুবক কী করে, ঠিক কোন উদ্দেশে সে অভিনেত্রীকে এভাবে ভয় দেখাত, অরুণিমার ফোন নম্বরই বা সে পেল কোথা থেকে, বাড়ি কীভাবে চিনল, একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। আজ তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে গোটা ঘটনার কিনারা করতে মরিয়া কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা। যুবকের বিরুদ্ধে উত্যক্ত করা, শ্লীলতাহানি, খুনের হুমকি দেওয়া-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে টলিউডের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের থেকে এমন হুমকি পেয়েছেন। পুলিশের দ্বারস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই তার কিনারা হয়েছে। নিরাপত্তাও সুনিশ্চিত হয়েছে তাঁদের। এবার অরুণিমা ঘোষের ক্ষেত্রেও তাই হল। তাঁর অভিযোগ পেয়েই তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Police, #Arunima Ghosh, #Murder threat, #Rape threat

আরো দেখুন