দেশ বিভাগে ফিরে যান

LIVE সংসদের শীতকালীন অধিবেশন

November 29, 2021 | < 1 min read

আজ থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। অধিবেশনের প্রথম দিনেই কেন্দ্রের তরফে কৃষি আইন প্রত্যাহার বিল পেশের সম্ভাবনা। বিল পেশ করবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। বিজেপি ও কংগ্রেসের তরফে হুইপ জারি করে লোকসভা ও রাজ্যসভার সাংসদদের উপস্থিত থাকতে বলা হয়েছে। তাছাড়া কেন্দ্রের তরফে একাধিক বিল রয়েছে এজেন্ডায়। অপরদিকে বিভিন্ন ইস্যুতে সরকারকে জেরবার করার ছক কষে রেখেছে বিরোধীরাও। 

শীতকালীন অধিবেশনের আগে গতকাল রবিবার কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে অংশ নেয় তৃণমূল। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর ডাকা বৈঠকেও উপস্থিত হন তৃণমূলের প্রতিনিধি। তবে, সোমবার কংগ্রেসের ডাকা বিরোধী দলগুলির বৈঠকে থাকছে না তৃণমূল। জানিয়ে দিলেন দলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, সরকারের ডাকা এদিনের সর্বদলীয় বৈঠকে খোদ প্রধানমন্ত্রীই উপস্থিত ছিলেন না। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিরোধীরা

২.১২: রাজ্যসভার অধিবেশন ২.৩৮ পর্যন্ত স্থগিত

২.০৪ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর রাজ্যসভায় কৃষি আইন বাতিল বিল ২০২১ পেশ করছেন

২.০১ লোকসভার অধিবেশন ৩০ নভেম্বর ২০২১ তারিখ ১১ টা বৈঠক মুলতুবি

১২.৪৯ আজ দুপুর দুটোর সময় রাজ্যসভায় পেশ হবে কৃষি আইন প্রত্যাহার বিল, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী।

১২.৩৮ রাজ্যসভার অধিবেশন স্থগিত বেলা ২টা পর্যন্ত

১২.১০ লোকসভার অধিবেশন স্থগিত বেলা ২টা পর্যন্ত

১২.০৯ কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে আলোচনার দাবিতে মহাত্মা গান্ধীর পাদদেশে তৃণমূল কংগ্রেস সাংসদদের বিক্ষোভ

১২.০৮ আলোচনা ছাড়াই কৃষি আইন প্রত্যাহার বিল লোকসভায় পাস

১১.২০ রাজ্যসভার অধিবেশন স্থগিত বেলা ১২.১৯ পর্যন্ত

১১.১৮ লোকসভার অধিবেশন স্থগিত বেলা ১২টা পর্যন্ত

১১.০৮– রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন গোয়ার তৃণমূল নেতা লুইজিনহ ফ্যালেরিও

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #Farm Laws, #parliament winter session

আরো দেখুন