৩১ ডিসেম্বর পর্যন্ত বজায় থাকবে কোভিড গাইডলাইন, সব রাজ্যকে জানাল কেন্দ্র
বিশ্ব জুড়ে বাড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ ত্রাস। তাই নতুন করে করোনার সংক্রমণের জেরে সতর্কতা কেন্দ্র। মহামারী আইন ৩১শে ডিসেম্বর পর্যন্ত সব রাজ্যকে জানিয়ে দিল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই নির্দেশিকা সব রাজ্যের মুখ্যসচিবের পাঠিয়ে দিয়েছে।
শুধু তাই নয়, করোনা ভাইরাসের নতুন প্রজাতি ‘ওমিক্রন’ -কে নজরদারি করার জন্য প্রত্যেকটি রাজ্যকে অফিসার নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। উক্ত নির্দেশিকায় স্পষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে আফ্রিকা সহ অন্যান্য দেশে যেভাবে করোনা ভাইরাসের নতুন প্রজাতির সংক্রমণ দেখা যাচ্ছে সেই আশঙ্কাকে মাথায় রেখেই ৩১শে ডিসেম্বর পর্যন্ত মহামারী আইন গোটা দেশজুড়ে কার্যকরী থাকবে।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার সিডনিতে করোনভাইরাসের ওমিক্রনের ২টি কেস সামনে এসেছে, যা নিয়ে বেশ উদ্বেগ তৈরি হয়েছে। উভয় যাত্রীই ২৭ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে অস্ট্রেলিয়ায় এসেছিলেন। বর্তমানে তাঁদের আইসোলেট করা হয়েছে। তাঁরা উপসর্গবিহীন এবং করোনার টিকাপ্রাপ্ত বলেও জানান যায়।