উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

প্রায় ৩ লক্ষ চা শ্রমিকের মজুরি বৃদ্ধির জন্যে আজ বৈঠকে রাজ্য সরকার

December 1, 2021 | < 1 min read

পাহাড়-সহ উত্তরবঙ্গের প্রায় ৩০০টি বাগানের ৩ লক্ষ চা শ্রমিকের মজুরি বৃদ্ধির জন্য উদ্যোগী হল রাজ্য সরকার। কত টাকা মজুরি বাড়বে সে-ব্যাপারে অবশ্য কোনও সিদ্ধান্ত হয়নি। শ্রমমন্ত্রী বেচারাম মান্না আজ, বুধবার মাদারিহাটে ন্যূনতম মজুরি সংক্রান্ত পরামর্শদাতা কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসছেন। কমিটিতে আছেন শ্রমিক সংগঠন ও চা বাগান মালিক প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা। এই বৈঠকেই সমাধান হয়ে যাবে এমনটা আশা করছেন না সরকারি কর্তারা। তাঁদের ধারণা, একটা গ্রহণযোগ্য সমাধান সূত্র বেরবে এবং দৈনিক মজুরি বেশকিছুটা বাড়ানো সম্ভব হবে। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির ইস্যুটি এবার মন্ত্রীর উত্তরবঙ্গ সফর কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মন্ত্রী এবং শ্রমসচিব বরুণ রায়-সহ দপ্তরের একঝাঁক অফিসার মঙ্গলবার বৈঠকের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। চা শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয়টির ফয়সালা হয়নি বাম আমলে। তৃণমূল জমানাতেও সমাধান সূত্র বেরয়নি। মজুরি সংক্রান্ত এই বৈঠকের খবর পেয়ে ইতিমধ্যেই চা বাগানগুলির গেটে শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চ মিটিং করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #tea workers, #State govts

আরো দেখুন