দেশ বিভাগে ফিরে যান

গোয়ায় কংগ্রেসের সঙ্গে ফরওয়ার্ড পার্টির জোটকে অশুভ বলে কটাক্ষ করলেন মহুয়া মৈত্র

December 1, 2021 | 2 min read

গোয়া বিধানসভা নির্বাচনে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে তৃণমূলের জোট প্রক্রিয়া।মঙ্গলবার গোয়ায় ফরওয়ার্ড পার্টির নেতা বিজয় সরদেশাইয়ের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। বৈঠকে ছিলেন ফরওয়ার্ড পার্টির বিধায়ক বিনোদ পালিয়েকর ও গোয়ার নির্দল বিধায়ক প্রসাদ গোয়াঙ্কার। বৈঠক শেষে বিজয় ও প্রসাদ আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে সমর্থন করার কথা ঘোষণা করে দেন। আর কংগ্রেসের এমন উদ্যোগকেই কড়া ভাষায় আক্রমণ করে তাদের জোটকে অশুভ বলে আক্রমণ করলেন গোয়া তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেত্রী তথা বাংলার সাংসদ মহুয়া মৈত্র।

বুধবার একটি ভিডিয়ো প্রকাশ করেছেন মহুয়া। সেখানে তিনি বলেন, ‘‘গতকাল কিছু ঘটনা ঘটেছে, যা প্রত্যেক গোয়াবাসীর জানা উচিত। গোয়ার ফরওয়ার্ড পার্টির সভাপতি বিজয় সরদেশাই আবার জাতীয় কংগ্রেসের সঙ্গে কথাবার্তা বলেছেন। সঙ্গে গোয়ায় ভোটের জন্য এক নির্বাচনী সমঝোতার কথা বলেছেন।আমি গোয়াবাসীকে সতর্ক করে দিতে চাই,এই ধরনের সমঝোতার কারণেই গোয়ায় বিজেপি ক্ষমতায় এসেছিল। ২০১৭ সালে বিজেপি মাত্র ১৩টি আসন জিতেও সরকার গঠন করেছিল।’’

নির্বাচন পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে মহুয়া ওই ভিডিয়োয় বলেন, ‘‘এই সমঝোতা করে কংগ্রেস ১৭টি আসন জিতেছিল। রাতারাতি ফরওয়ার্ড পার্টির বিধায়করা বিজেপি শিবিরে চলে গিয়েছিলেন। এবং একটি চুক্তির মাধ্যমে ক্ষমতা দখল করেছিল গোয়ার মানুষের মতামতকে উপেক্ষা করে। আমি বলব এখন থেকেই সতর্ক হোন, এই ধরনের অশুভ শক্তিকে সমর্থন করবেন না। যদি আপনারা বিজেপি-কে সরাতে চান, তাহলে একমাত্র পথ তৃণমূলকে বেছে নেওয়া।’’

প্রসঙ্গত, নভেম্বর মাসেই গোয়া তৃণমূলের দায়িত্ব পেয়েছেন মহুয়া। সেখানে থেকেই এতদিন সাংগঠনিক কাজকর্ম করছিলেন তিনি। বর্তমানে সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে দিল্লি এসেছেন তিনি। দিল্লি থেকেই ভিডিয়ো বার্তা প্রকাশ করে কংগ্রেসকে আক্রমণ করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।

মঙ্গলবার বৈঠক শেষে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রাহুল গোয়ার নেতাদের সঙ্গে ছবি দিয়ে জোট-চিত্র স্পষ্ট করে দেন। সঙ্গে জানিয়ে দেন, ফরওয়ার্ড পার্টি ও তাদের বিধায়কদের সমর্থনে গোয়ায় নিশ্চিত পরিবর্তন আসবে। আর তাতেই অস্বস্তিতে তৃণমূল। যাদের জোটে আনা প্রায় নিশ্চিত করেছিলেন মমতা, সেই সম্ভাব্য জোট শরিকদের ছিনিয়ে নিয়ে গেলেন রাহুল! যেখানে ত্রিপুরা, অসম, হরিয়ানা, মেঘালয়ের মতো রাজ্যে তৃণমূল নেতারা কংগ্রেসের ঘর ভাঙছে, সেখানে গোয়ায় ভোটের আগে জোট প্রক্রিয়া মসৃণ করলেন রাহুল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের সময় গোয়ার ফরওয়ার্ড পার্টির নেতারা তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তবে মহুয়ার কংগ্রেসের জোটকে অশুভ বলায় আপত্তি জানিয়ে কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী বলেন, ‘‘বিজেপি তৃণমূলের সঙ্গে তিনবার ঘর করেছে। আর কংগ্রেস সে কথা করার কথা কোনওদিনও ভাবতে পারে না। তাই কোনওটা শুভ আর কোনটা অশুভ জোট তা যেন তৃণমূল ভাল করে মনে রাখে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Congress, #tmc, #Goa, #goa forward party, #Mahua Moitra

আরো দেখুন