রাজ্য বিভাগে ফিরে যান

ফের প্রতিহিংসার রাজনীতি, তৃণমূলে যোগ দেওয়ায় ২ কর্মীর জমির ধান পুড়িয়ে দিল বিজেপি

December 2, 2021 | < 1 min read

ছবি: প্রতীকী

এবার ফের প্রতিহিংসার রাজনীতি বিজেপির। গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন দুই ব্যক্তি। আর সেই ‘অপরাধে’ ওই দুজনের জমির ৬০ মন ধান পুড়িয়ে দেওয়া হল! বুধবারের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন সদ্য তৃণমূলে আসা জঙ্গু শেখ এবং বিশু শেখ। অভিযুক্তদের শাস্তির দাবিতে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের সোনগ্রাম এলাকার বাসিন্দা জঙ্গু-বিশু।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার বাহিন গ্রাম পঞ্চায়েতের চাপদুয়ার, সোনগ্রাম সহ বিস্তীর্ণ এলাকার বেশ কিছু বিজেপি নেতা-কর্মী তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর হাত থেকে ঘাস-ফুল পতাকা হাতে তুলে নেন। এই সময় দল বদল করেন জঙ্গু শেখ এবং বিশু শেখও। তার পরের দিনই কেউ জঙ্গু শেখ এবং বিশু শেখের ফলন্ত ধানের জমিতে আগুন লাগিয়ে দেয়। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় জমির সমস্ত পাকা ধান। এই ঘটনায় রাজনৈতিক চক্রান্তেরই অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্তরা।

দলবদল করার ‘অপরাধেই’ এলাকার বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের জমির পাকা ধানে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ বিশু শেখের। তিনি বলেন, ‘বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার অপরাধেই আমার জমির পাকা ধান পুড়িয়ে দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। সারা বছরের খাবার নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা।’ দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিতে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Fire, #bjp, #tmc, #Clash, #West Bengal

আরো দেখুন