দেশ বিভাগে ফিরে যান

কোন সরকারের আমলে হয়েছিল গুজরাতে দাঙ্গা? সিবিএসই-র প্রশ্ন ঘিরে বিতর্ক

December 2, 2021 | < 1 min read

গুজরাতে যখন দাঙ্গা হয়েছিল, তখন সরকারে কারা ছিল? এমনই প্রশ্ন এসেছিল সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির সোশিওলজি পেপারে। এই নিয়েই তোলপাড় পড়ে গেছে শিক্ষামহলে। বিবৃতি জারি করে সিবিএসই স্বীকার করেছে, এ প্রশ্ন যথাযথ নয়।

সোশিওলজির পেপারে এই প্রশ্নটির সঙ্গে এদিকে চারটি উত্তরও দেওয়া হয়। যার মধ্যে একটিকে বাছার কথা বলা হয়েছিল। ওই চারটি বিকল্প হল, কংগ্রেস, বিজেপি, ডেমোক্র্যাটিক আর রিপাবলিকান। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে এ নিয়ে টুইট করে ক্ষমা চাওয়া হয়েছে।

ওই টুইটে বলা হয়েছে, দ্বাদশ শ্রেণির সোশিওলজি পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল। যেটা যথার্থ নয়। এটা সিবিএসই গাইডলাইনকে ভঙ্গ করা হয়েছে। সিবিএসই এই ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। এই ঘটনায় দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

২০০২ সালের গুজরাত দাঙ্গা আজও চর্চার বিষয় দেশের রাজনীতি-সমাজনীতিতে। নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন এই ঘটনা ঘটেছিল। তবে বিতর্ক আছে, এই ঘটনার পেছনে আসল প্ররোচনা কাদের ছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#CBSE, #Gujarat Riots

আরো দেখুন