রাজ্য বিভাগে ফিরে যান

মুম্বই থেকে ফিরেই ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ নিয়ে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

December 2, 2021 | < 1 min read

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ নিয়ে চূড়ান্ত সতর্কতা জারি করল রাজ্য সরকার। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যে ঘূর্ণিঝড়-সম্পর্কিত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার মুম্বই থেকে ফিরেই নবান্নে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ নবান্নে আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন মমতা। জানা যাচ্ছে, খোলা হবে কন্ট্রোল রুম। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সোমবার পর্যন্ত দিঘা, মন্দারমণিতে পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে বলেও জানা যাচ্ছে।

বঙ্গোপসাগরে একটি আসন্ন ঘূর্ণিঝড়ের প্রেক্ষাপটে এই বৈঠক হয়। বঙ্গোপসাগরের নিম্নচাপটি ৩ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় জাওয়াদে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ৪ ডিসেম্বর সকালের মধ্যে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূল অতিক্রম করবে বলে মনে করা হচ্ছে। সেই সময় উপকূলবর্তী এলাকায় বাতাসের গতিবেগ ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। এই রাজ্যগুলির উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাসের সম্ভাবনাও আছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #Nabanna, #jawad

আরো দেখুন