দেশ বিভাগে ফিরে যান

এবার সুগার-প্রেশারের ওষুধের‌ও ৫০ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধি করল মোদী সরকার

December 2, 2021 | 2 min read

নিত্যপ্রয়োজনীয় চাল-ডাল-সব্জি থেকে রান্নার গ্যাস বা পেট্রল-ডিজেল—মোদী জমানায় দামের ছ্যাঁকা সর্বত্র। অতি অপরিহার্য পণ্য ওষুধই বা বাদ যাবে কেন! আকাশ ছুঁয়েছে তার দামও। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির (এনপিপিএ) মতো গালভরা নামের কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা থাকা সত্ত্বেও। গত ছ’মাসে প্রত্যেক গৃহস্থের রোজকার দরকারি ওষুধের দাম বেড়েছে ১০ থেকে ৫০ শতাংশ। কী নেই সেই তালিকায়! সুগার, প্রেশার, হাঁপানি, বমি, তড়কা বা মৃগি, শ্বাসকষ্ট, অ্যালার্জি, রাইনাইটিস ইত্যাদি প্রায় সব ধরনের রোগের ওষুধ ক্রমশ দামি হচ্ছে। মেটফরমিন, অ্যামলোডিপিন, টেলমিসারটন, মন্টিলুকাস, ডোমপিরিডন—এখন তো এইসব জেনেরিক নাম বহু মানুষের কাছে অতিপরিচিত। উল্লেখযোগ্য বিষয়, প্রায় সবক’টিরই দাম বেড়েছে। বহু বড় ডাক্তারবাবুর প্রেসক্রিপশন আলো করা দুই বা ততোধিক মলিকিউলের কম্বিনেশন মেডিসিন কিনতে পকেটে রীতিমতো ফোস্কা পড়ার জোগাড়!

দামবৃদ্ধির এই তালিকায় শীর্ষস্থানে আম বাঙালির ‘জাতীয় অসুখ’ গ্যাস-অম্বল-চোঁয়া ঢেকুরের ওষুধ র‌্যানিটিডিন এবং প্যান্টোপ্রাজোল। ব্যাপক চালু একটি ব্র্যান্ডের ৩০টি র‌্যানিটিডিন ট্যাবলেটের স্ট্রিপের দাম ২৪ টাকা ছিল মাসখানেক আগেও। সেটাই এখন মিলছে ৩৬ টাকায়। দাম বেড়েছে ৫০ শতাংশ। একইভাবে চালু ব্র্যান্ডের প্যান্টোপ্রাজোল ট্যাবলেটের ১৫টির পাতার দাম বেড়েছে ১৪ টাকা। হজমের গোলমালের সঙ্গে বমি বমিভাব দূর করতে কাজে লাগে প্যান্টোপ্রাজোল-ডোমপিরিডন কম্বিনেশন। একটি অতি চেনা ব্র্যান্ডের সেই ওষুধের ১৫টির স্ট্রিপ কিছুদিন আগেও মিলত ১৭০ টাকায়। এখন সেটারই দাম ১৯০ টাকা। বহু সুগারের রোগীর মেটফরমিন ও ভিলডাগ্লিপটিনের কম্বিনেশন ওষুধের দামও গত ক’মাসে ১২ টাকা বেড়েছে। অ্যামলোডিপিন ও টেলমিসারটনের একটি কম্বিনেশন প্রেশারের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। তার এক পাতার দাম ১৫৬ থেকে বেড়ে হয়েছে ১৭২ টাকা।

বুধবার কলকাতা তথা পশ্চিমবঙ্গের ‘ওষুধ ব্যবসার রাজধানী’ মেহতা বিল্ডিং-বাগড়ি মার্কেট-গান্ধী মার্কেটে দেখা গিয়েছে খুচরো ক্রেতাদের ব্যাপক ভিড়। মূলত বেশি ডিসকাউন্ট পেতেই নাওয়া খাওয়া ভুলে লাইন লাগিয়েছেন তাঁরা। কিন্তু ওষুধের দামে ১০, ১৫, ২০, ২২, এমনকী সর্বোচ্চ ২৪ শতাংশ ছাড় মিললেও তাঁদের মুখে হাসি নেই। অধিকাংশেরই দাবি, দাম বৃদ্ধির জাঁতাকলে ছাড়ের টাকা গায়েই লাগছে না। সংসার খরচের হিসেবে যোগ-বিয়োগ করে বুদ্ধিমান গৃহস্থমাত্রই বুঝতে পারছেন, দিনের শেষে মাসিক ওষুধ খরচ আরও বাড়ল। কিন্তু সংসারের কোন খাতে ব্যয় কমিয়ে সেই টাকা জোগাবেন, তার খেই পাচ্ছেন না। অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড ডিস্ট্রিবিউটার্স ফেডারেশনের সর্বভারতীয় সম্পাদক জয়দীপ সরকার জানিয়েছেন, গত এপ্রিল মাসে সরকারি নিয়মে বার্ষিক ১০ শতাংশ করে দাম বেড়েছে। কিন্তু তারপরও এই মাসখানেক আগে কেন্দ্রের বিশেষ অনুমতি নিয়ে কিছু কোম্পানি ওষুধের মূল্য ৪০-৫০ শতাংশ বাড়িয়েছে। একই সুর বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সজল গঙ্গোপাধ্যায়ের গলাতেও। তিনি বলেন, ‘আমরা দাম ঠিক করি না। কিন্তু তা নিয়ে নিত্যদিন ক্রেতাদের অভিযোগ শুনতে হচ্ছে।’ অবিলম্বে ওষুধের দাম কমাতে মোদী সরকারের কাছে আর্জিও জানিয়েছেন তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#price hike, #Medicines

আরো দেখুন