তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ নিয়ে মালা রায়ের প্রশ্নের জবাব কেন্দ্রীয় সরকারের
চলতি বছরের সেপ্টেম্বর, অক্টোবর মাসে দেশের একাধিক তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কয়লার চরম সংকট দেখা গিয়েছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে, বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল। কয়েকটি তে আংশিক উৎপাদন চালু ছিল। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস সাংসদ মালার কেন্দ্রীয় শক্তি মন্ত্রীর কাছে জানতে চান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গুলোতে উৎপাদন বজায় রাখার জন্য জরুরি ভিত্তিতে কি পরিমান কয়লা মজুত রাখা হয়? পাশের তাপবিদ্যুৎ কেন্দ্র গুলোতে প্রতিদিন গড়ে কি পরিমান কয়লা মজুত ছিল? কয়লার মজুত না থাকায় তাপবিদ্যুৎ কেন্দ্র গুলি যে সমস্যায় পড়েছিল তা নিরসন করতে কেন্দ্র কি ব্যবস্থা নিয়েছে?
সংসদের ওই প্রশ্নের উত্তরে কয়লা ও শক্তি দপ্তরের মন্ত্রী আরকে সিং বলেন, চলতি বছরের ২৬ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যের ১৩৬টি বিদ্যুৎ কেন্দ্র । ১৮.৯৫৮ মিলিয়ন টন কয়লা মজুত ছিল। ওই মজুত কয়লায় কমপক্ষে ৯.৫ দিন চলতে পারবে বিদ্যুৎ কেন্দ্রগুলি। বিদ্যুৎ কেন্দ্রগুলিতে তোমার অক্টোবর মাসে যথাক্রমে প্রতিদিন ১০.৩৪ এবং ৮.০৭ মেট্রিক টন কয়লা মজুত ছিল। মন্ত্রী আরও জানান বিভিন্ন তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গুলোতে যাতে পর্যাপ্ত কয়লা মজুদ থাকে এবং সময় থাকতে সরবরাহ করা যায় তা নিশ্চিত করতে একটি মন্ত্রিগোষ্ঠী গঠন করা হয়েছে। ওই কমিটিতে আছেন কয়লাবিদ্যুৎ আছেন রেল বোর্ডের চেয়ারম্যান এর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। পরী কমিটি বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গুলি তা পর্যাপ্ত কয়লা মজুত আছে কিনা তা দেখবে এবং যথাসময়ে কয়লা সরবরাহের বিষয়টি নিশ্চিত করবে।