দেশ বিভাগে ফিরে যান

উত্তরপ্রদেশ নির্বাচনের জের, মথুরায় মন্দির নির্মাণের ইঙ্গিত রাজ্যের মন্ত্রীর

December 2, 2021 | < 1 min read

আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে এবার মথুরায় মন্দির নির্মাণই বিজেপির প্রচারাভিযানের মূল স্লোগান হয়ে উঠতে চলেছে। বুধবার ২০২২ বিধানসভা নির্বাচনের আগে এমনই ইঙ্গিত দিলেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। তিনি বলেন, ‘অযোধ্যায় মন্দিরের নির্মাণকাজ চলছে। এবার প্রস্তুতি শুরু হবে মথুরা নিয়ে।’ বুধবার মৌর্যের এই টুইট ঘিরেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। আগামী ৬ ডিসেম্বর বাবরি ধ্বংসের ২৯তম বর্ষপূর্তি। তার ঠিক পাঁচদিন আগেই মথুরা নিয়ে মৌর্যের এই ইঙ্গিত বিশেষ গুরুত্ব বহন করছে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। অযোধ্যার বাবরির মতো মথুরাতেও কাটরা কেশব দেও মন্দির চত্বরে শাহি মসজিদ ইদগা নিয়ে বিতর্ক রয়েছে। ওই মসজিদ ভেঙে ফেলার জন্য আদালতে বহু আর্জি জমা পড়েছে। এমনকী এএসআইকে দিয়ে খননকার্য চালানোর অনুমতিও চাওয়া হয়েছে। এহেন পরিস্থিতিতে ফের মথুরায় মন্দির নির্মাণ নিয়ে উপ মুখ্যমন্ত্রীর ইঙ্গিত আরও জল্পনা উস্কে দিল। 

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Keshab Prasad, #Mathura, #Uttar Pradesh Elections

আরো দেখুন