রাজ্য বিভাগে ফিরে যান

পেগাসাস তদন্তে অভিষেক ব্যানার্জি, রাহুল গান্ধী ও প্রশান্ত কিশোরকে নোটিস রাজ্য সরকারের

December 3, 2021 | 1 min read

পেগাসাস তদন্তে (Pegasus probe West Bengal) সব মিলিয়ে মোট ৩১ জনকে নোটিস পাঠাল রাজ্য সরকার (West Bengal Government)। ওই ৩১ জনের মধ্যে রয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi), অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), প্রশান্ত কিশোরের (Prashant Kishore) মত হেভিওয়েট নাম। নোটিস পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকেও। পেগাসাস তদন্তে গত ২৬ জুলাই একটি তদন্ত কমিশন তৈরি করে রাজ্য সরকার। রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা প্রশান্ত কিশোরেরা ওই তদন্ত কমিটির সামনে পেগাসাস (Pegasus spying scandal) নিয়ে তাঁদের বক্তব্য এবং অভিজ্ঞতার কথা জানাবেন বলে সূত্রের খবর। তৃণমূল কংগ্রেস নেত্রী (TMC supremo) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারবার পেগসাস নিয়ে নরেন্দ্র মোদি (PM Narendra Modi) সরকারকে সমালোচনা করে গিয়েছেন। এমনকি নিজের ফোনের ক্যামেরায় টেপ আটকে রেখেছেন।

সূত্রের খবর, পেগাসাস আড়িপাতা কাণ্ডে যাঁরা তথ্য চুরির চক্রান্তে শিকার হয়েছেন, তাঁদের মোবাইল ফোনও ফরেনসিক পরীক্ষার জন্য কমিশনের কাছে জমা পড়তে পারে। অভিযোগ বেছে বেছে নির্দিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক, সিবিআই অফিসারের ফোন পেগাসাসের মাধ্যমে ট্যাপ করা হয়। এবং ফোনের যাবতীয় তথ্য চুরি করা হয়। যার মধ্যে রয়েছে রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা প্রশান্ত কিশোরের নাম। রয়েছে সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুরতার নাম।

তদন্ত কমিশনের সামনে এরই মধ্যেই কেউ কেউ তাঁদের বক্তব্য জানিয়েছেন। বেশির ভাগই ভার্চুয়াল মাধ্যমে তাঁদের অভিজ্ঞতার কথা বলেছেন কমিশনকে। সূত্রের খবর ২১ ডিসেম্বর পর্যন্ত কমিশন পেগাসাস তদন্তের রেকর্ডিং চালিয়ে যাবে। আরও বেশ কয়েক জনকে নোটিস পাঠানো হবে বলে জানা গিয়েছে। ২৬ জুলাই পশ্চিমবঙ্গ প্রথম রাজ্য যে পেগাসাস তদন্তে একটি কমিশন গঠন করে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন বি লোকুর এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এই কমিশনে রয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rahul Gandhi, #abhishek banerjee, #Pegasus, #Prashant Kishor

আরো দেখুন