দেশ বিভাগে ফিরে যান

মেঘালয় কংগ্রেসে আবার ভাঙন, কংগ্রেসের কার্যকরী সভাপতি যোগ দেবেন তৃণমূলে

December 3, 2021 | < 1 min read

একদিকে যখন গোটা দেশজুড়ে নিজেদের অস্তিত্ব হারানোর আশঙ্কায় রাতের ঘুম উড়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের, সেই সময় উত্তর-পূর্ব ভারতের মেঘালয় বড়সড় ধাক্কা খেতে হল কংগ্রেসকে। গত সপ্তাহেই রাতারাতি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা ও ১১ কংগ্রেস বিধায়ক।

এবার দল ছাড়লেন মেঘালয় কংগ্রেসের ২ সিনিয়র নেতা। কংগ্রেস ছাড়েন মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি জেমস লিংডোহ এবং প্রাক্তন সাধারণ সম্পাদক ডাঃ মানস দাশগুপ্ত। রাজধানী শিলংয়ে তাঁরা এই দলত্যাগের কথা ঘোষণা করেন। বলা বাহুল্য একের এক দলত্যাগ কংগ্রেস নিচু তলার কর্মীদের মনোবলকে ধাক্কা দেবে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালে কাছে নিজের পদত্যাগ পত্র পাঠানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন লিংডোহ। সেখানে তিনি কংগ্রেসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, “১৯৮৮ সাল থেকে একটানা ৩৩ বছর আমি কংগ্রেস দলে কাটালাম। রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করার পিছনে আমার বাবার অনেক অবদান ছিল। কিন্তু তাসত্ত্বেও ওরা আমাকে কার্যকরী সভাপতি পদ থেকে সরাতে দিল্লিতে চিঠি দিয়েছে। রাজ্য কংগ্রেসের অবক্ষয় শুরু হয়েছে।”

মেঘালয় কংগ্রেসর সভাপতি ভিনসেন্ট পালাকে চিঠি লিখে তিনি জানিয়েছেন, “দীর্ঘ ৩৬ বছর দলকে সেবা করার পর, আমি আজ থেকেই কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ ছেড়ে দিচ্ছি।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Congress, #Meghalaya, #james lyngdoh, #manas dasgupta

আরো দেখুন