রাজ্য বিভাগে ফিরে যান

মেরুদণ্ডে অস্ত্রোপচার হল যশবন্ত সিনহার

December 3, 2021 | < 1 min read

মেরুদণ্ডে অস্ত্রোপচার হল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার। তিনি স্থিতিশীল আছেন বলে হাসপাতাল সূত্রের খবর। ওই নেতার পেসমেকার থাকায় এমআরআই করা সম্ভব না হওয়ায় পিঠ ও কোমর সংলগ্ন মেরুদন্ডের ক্ষতিগ্রস্ত স্নায়ুগুলি আগাম চিহ্নিত করা সম্ভব হয়নি। পাশাপাশি বয়সজনিত সমস্যার কারণে গোটা প্রক্রিয়াটি ঝুঁকির ছিল বলেও জানাচ্ছেন চিকিৎসকেরা। প্রাক্তন মন্ত্রীর কোমর সংলগ্ন মেরুদণ্ডের সংযোগস্থলের যে স্নায়ুর মাধ্যমে যন্ত্রণার বার্তা মস্তিস্কে পৌঁছয়, সেগুলিকে ‘আরএফএ’ (রেডিয়ো ফ্রিকোয়েন্সি অ্যাবলাশন)-র মাধ্যমে অসাড় করা হয়েছে। পাশাপাশি মেরুদণ্ডের স্নায়ু মূল-সহ আরও একটি স্পাইনাল ব্লক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রায় এক ঘণ্টার অস্ত্রোপচারটি করেন পিজির পিএমআর বিভাগের চিকিৎসকেরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#SSKM, #Yashwant Sinha

আরো দেখুন